বুধবার ভোরে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে তাবলীগী জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ জন মুসল্লি নিহত হন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এক বিবৃতিতে জামায়াতের আমির বলেছেন, এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। আল্লাহর কাছে প্রার্থনা করি, যারা নিহত হয়েছেন, মহান আল্লাহ তাদের রহমত ও ক্ষমা প্রদান করুন এবং জান্নাত নসীব করুন। তিনি আহতদের দ্রুত সুস্থতার জন্যও আল্লাহর কাছে দোয়া করেন। তিনি আরও বলেন, আমি সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধরার এবং শান্ত থাকার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাই। এই পরিস্থিতির সমাধান যেন যৌক্তিক আলাপ-আলোচনার মাধ্যমে হয়, তা কামনা করি। জামায়াতের আমীর দেশ ও উম্মাহর স্বার্থে সবাইকে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, মহান আল্লাহ আমাদের সহায় হোন, আমীন।...
ইজতেমা ময়দানে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
নিজস্ব প্রতিবেদক
ইজতেমার মাঠে নিহত: অভিযুক্তদের গ্রেপ্তারে সরকারকে হুঁশিয়ারি মামুনুল হকের
নিজস্ব প্রতিবেদক
টঙ্গীর ইজতেমা ময়দানে মঙ্গলবার রাতে হামলার ঘটনায় তিনজন নিহত এবং শতাধিক আহত হয়েছে। হামলাটি জোবায়ের পন্থী তাবলীগ নেতা মাওলানা মামুনুল হক দাবি করেছেন, এটি সাদপন্থী গ্রুপের একটি পরিকল্পিত হামলা ছিল। বুধবার সকালে রাজধানীর কাকরাইল মসজিদে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাওলানা মামুনুল হক। তিনি বলেন, এই হামলায় জড়িতদের বিরুদ্ধে প্রমাণ রয়েছে, কিন্তু যদি সরকার দোষীদের গ্রেপ্তার না করে, তাহলে এর দায় সরকারকেই নিতে হবে। মামুনুল হক অভিযোগ করেছেন, গত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বৈঠক চলাকালীন সময়ে সাদপন্থীরা হামলা চালিয়েছে। তিনি জানান, হামলায় তিনজন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে। যাদের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া কাকরাইল মসজিদে কিছু আহত জোবায়ের পন্থী নেতাকর্মী অবস্থান করছেন, এবং সেখানে উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনাকে কেন্দ্র...
সরকার আন্তরিক হলে ৪-৬ মাসের মধ্যেই নির্বাচন সম্ভব: সালাউদ্দিন আহমেদ
নিজস্ব প্রতিবেদক
ভোটের রোডম্যাপ নিয়ে বিএনপির যে প্রত্যাশা ছিলো, তা পূরণ হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সরকার আন্তরিক হলে ৪-৬ মাসের মধ্যেই নির্বাচন সম্ভব বলেও জানান তিনি। বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীতে এক সভায় সালাহউদ্দিন বলেন, সুষ্ঠু নির্বাচন করতে আইনি প্রক্রিয়াই যথেষ্ট। প্রাতিষ্ঠানিক সংস্কার করতে ৪-৬ মাস সময় বেশি লাগার কথা নয়। তিনি বলেন, গণতান্ত্রিক যাত্রায় কোনো কৌশল প্রয়োগ না করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই। news24bd.tv/FA
বঙ্গভবনে হারানো মোবাইল ফিরে পেলেন মির্জা আব্বাস
অনলাইন ডেস্ক
মহান বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সংবর্ধনা অনুষ্ঠানে হারানো মোবাইল ফোন ফিরে পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তবে মোবাইলটি কখন এবং কোথা থেকে উদ্ধার করা হয়েছে, এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। এর আগে, বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে যান মির্জা আব্বাস। সেখানে তিনি তার মোবাইল ফোনটি হারিয়ে ফেলেন। শায়রুল কবির খান জানান, মির্জা আব্বাস অনুষ্ঠানে অংশগ্রহণের সময় তার মোবাইল ফোনটি যে চেয়ারে বসে ছিলেন, তার পাশেই রেখেছিলেন। পরে সেটি হারিয়ে যায়। news24bd.tv/DHL
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর