ফাতেমা-জিন্নাত ফাউন্ডেশনের উদ্যোগে ফরিদপুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় শহরের কমলাপুর তেতুলতলায় ১ হাজার অসহায় পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ।
ফাতেমা জিন্নাত ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক ইয়াসিন আলী খানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাতেমা জিন্নাত ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ.এস.এম আলী আহসান, প্রফেসর মতিয়ার রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনান, জেলা কৃষক দলের সভাপতি রেজাউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার শিথিল, জেলা মহিলা দলের সভাপতি নাজনিন রহমান, মহানগর মহিলা দলের সভাপতি রোকসানা পারভীন পাপিয়া, দিলিপ মোল্যাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। পরে পৌর এলাকার ২২নং ওয়ার্ডের অসহায় দরিদ্র ১ হাজার পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেন অতিথিরা।