ঠাকুরগাঁওয়ের হরিপুরে এক অপহরণ মামলার অপরাধীকে ধরে গাড়িয়ে উঠানোর সময় সিআইডি পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নিয়ে গেছে স্থানীয় জনতা। এ সময় তারা পুলিশের ওপর হামলা চালায় ও গাড়ি ভাংচুর করে। রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার ওসি তদন্ত শরিফ আহম্মেদ। শরিফ আহম্মেদ বলেন, বিকেলে হরিপুরের বনগাঁও বাজার এলাকায় অপহরণ মামলার আসামিকে ধরেন সিআইডি পুলিশ। এ সময় সেই আসামিকে গাড়িতে তুলতে গেলে স্থানীয় শতাধিক লোকজন পুলিশের ওপর চড়াও হয়। পরে তারা হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয় এবং গাড়ি ভাঙচুর করে। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে। আসামিকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।...
সিআইডির হাত থেকে আসামি ছিনতাই, গাড়ি ভাঙচুর
ঠাকুরগাঁও প্রতিনিধি
বাণিজ্য মেলা থেকে ফেরার পথে ৩ বন্ধুর মৃত্যু
অনলাইন ডেস্ক
নওগাঁর বাণিজ্য মেলা থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধুর মৃত্যু হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সান্তাহার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কোনকাই গ্রামের আব্দুর রহমানের ছেলে আল হোসাইন (১৯), একই এলাকার মাস্টারপাড়ার জিয়ার ছেলে নেওয়াজ (২০) ও মঞ্জুয়ারার ছেলে মিথুন (১৯)। সূত্র জানায়, রোববার বিকেলে ৩টার দিকে মোটরসাইকেলে ৯ বন্ধু নওগাঁ বাণিজ্য মেলায় ঘুরতে যায়। রাতে ফেরার পথে বাঁশহাটি অতিক্রমকালে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ৩ বন্ধুর মৃত্যু হয়। সান্তাহার পুলিশ ফাঁড়ির এএসআই আজিমুল হক জানান, এক মোটরসাইকেলে তিনজন ঢাকাগামী একটি কোচ ওভারটেক করে সামনে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিক থেকে আসা ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়।...
রক্ত দিতে যাওয়ার পথে লাশ হলেন দুই ভাই
অনলাইন ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মুমূর্ষু রোগীকে রক্ত দিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ চাচাতো ভাইয়ের। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আলীয়াবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শিহাব উদ্দিন (২৫) ও বোরহান উদ্দিন (২৪)। শিহাব পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের রফিক মিয়ার ছেলে এবং বোরহান উদ্দিন একই এলাকার ফরিদ মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, মোটরসাইকেলটি দ্রুতগতিতে এসে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত বোরহানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকায় নেওয়ার পথে বোরহান মারা যান। নবীনগর উপজেলায় ব্লাডগ্রুপের প্রতিষ্ঠাতা আজহারুল জানান, শিহাব ও বোরহান অতন্ত ভদ্র-নম্র ছিলেন। তারা দুইজন মানুষের বিপদে যে কোনো অবস্থায় ছুটে যেতেন। সকালে...
টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের হামলায় ৫ পুলিশ আহত, গাড়ি ভাঙচুর
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ করার সময় সাফায়েত গাজী নামে এক কর্মীকে গ্রেপ্তারের পর তাকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা করেছে আওয়ামী লীগ কর্মী সমর্থকরা। এ সময় ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়ি। স্থানীয়রা জানান, এক পুলিশ সদস্যকে স্থানীয় কর্মীরা ঘেরাও করে রাখে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে ছাড়িয়ে নিয়ে যান। স্থানীয়রা আরও জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে টুঙ্গিপাড়া খান সাহেব শেখ মোশারেফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগের কিছু কর্মী লিফলেট বিতরণ করছিলেন। এ সময় পাশের দোকানি সাফায়েত গাজীকে পুলিশ আটক করে। এ ঘটনায় সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা তাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য পুলিশের ওপর হামলা করে। এতে ৫ পুলিশ সদস্য আহত হন। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর