শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশা কেটে যাওয়ায় ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। এর আগে রোববার (২ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জানান, রোববার দিনগত রাত থেকে প্রচণ্ড কুয়াশা দেখা দেয়। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে ঘন কুয়াশা কেটে গেলে সকাল ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয়া হয়। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ৬টি ফেরি চলাচল করছে। news24bd.tv/MR
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
শরীয়তপুর প্রতিনিধি
ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
অনলাইন ডেস্ক
ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নদী ও আশপাশের এলাকায় ঘন কুয়াশা পড়ায় নৌপথে ঝুঁকি এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে কোনো ফেরি মাঝ নদীতে আটকা পড়েনি। কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে তিনি জানান। news24bd.tv/DHL
সালথায় তিন ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
অনলাইন ডেস্ক
ফরিদপুরের সালথায় ইজিবাইক ছিনতাই করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছেন তিন ছিনতাইকারী। গণধোলাইয়ের পর তাদের পুলিশে সোপর্দ করা হয়। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে আটক ছিনতাইকারীদের আদালতে পাঠানো হয়েছে। গত শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের মেম্বার গট্টি এলাকায় সালথা-ফরিদপুর সড়কে এ ঘটনা ঘটে। আটকরা হলেনরাজশাহীর বেলপুকুর উপজেলার জয়পুর উত্তর জামিরা গ্রামের বিপ্লব আলী (৩৫), সালথার বল্লভদী ইউনিয়নের আব্দুল আজিজ মোল্যা (৩৫) ও সোনাপুর ইউনিয়নের রাকিবুল ইসলাম (২৩)। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, ছিনতাই কাজে ব্যবহৃত একটি ইজিবাইকসহ তাদের আটক করা হয়েছে। তিনি বলেন, তারা পেশাদার ছিনতাইকারী। দেশের বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।...
টেকনাফে বাড়ির ছাদ থেকে তিনটি মেছোবাঘের শাবক উদ্ধার
অনলাইন ডেস্ক
কক্সবাজারের টেকনাফ পৌরসভার ইসলামাবাদ গ্রামে একটি বাড়ির ছাদে লাকড়ির ঝোপের ভেতর থেকে তিনটি মেছোবাঘের শাবক উদ্ধার করেছে বন বিভাগ। গত শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আব্দুস সালামের বাড়ি থেকে শাবকগুলো উদ্ধার করা হয়। বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ জানান, স্থানীয়রা বাড়ির ছাদে লাকড়ির ঝোপের ভেতর শাবকগুলো দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেন। পরে বন বিভাগের একটি দল গিয়ে শাবকগুলো উদ্ধার করে। উদ্ধার হওয়া শাবকদের খাবার হিসেবে দুই কেজি মুরগি ও কিছু মাছ দেওয়া হয়। পরদিন রবিবার দুপুরে শাবকগুলোকে নিরাপদে বনে অবমুক্ত করা হয়েছে বলে জানান বন বিভাগের এই কর্মকর্তা। news24bd.tv/DHL
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর