নাটোরে পৃথক অভিযানে ৮৫ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার সকাল ও দুপুরে শহরের বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস এলাকা এবং নাটোর রাজশাহী মহাসড়কের নারায়নপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত তৌহিদুল হাসান শিপন ঢাকার পল্লবীর সেকশন-১২ এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে এবং সাদিকুল চাঁপাইনবাবগঞ্জ জেলার গোঠাপাড়া এলাকার মৃত এরফান আলীর ছেলে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মেহেদী হাসান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসাবে সকাল আটটার দিকে শহরের বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এসময় সিগারেটের প্যাকেটে রাখা ৫ গ্রাম হেরোইনসহ তৌহিদুল হাসান শিপন নামে এক বাসযাত্রীকে আটক করা হয়। একইদিন দুপুরে নাটোর রাজশাহী মহাসড়কের নারায়নপাড়া এলাকায় অপর একটি যাত্রীবাহী বাসে...
নাটোরে পৃথক অভিযানে হেরোইনসহ আটক ২
নাটোর প্রতিনিধি

বাঁশের আগা কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪
ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার পিপুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের বিএনপির সমর্থক শাহ জামাল, আশরাফুল, মনিরুল ও রাশেদের সাথে দীর্ঘদিন ধরে আব্দুল রহিম ও তার ভাই রকিবুলের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দুপুর সাড়ে ১২টার দিকে বাঁশের আগাকাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে বিএনপির ৩ জন ও আওয়ামী লীগের এক সমর্থক আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা জানান, এখনও পর্যন্ত আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। news24bd.tv/TR
মদ খেয়ে দুই বন্ধুর মৃত্যুর অভিযোগ, পরিবার বলছে ভিন্ন কথা
রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর চারঘাটে মদ পানের পর অসুস্থ হয়ে মাসুদ রানা (৩৫) ও নাদিম ইসলাম (২৮) নামের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে দুই ঘন্টার ব্যবধানে তরা মারা যান। তাদের দুজনের বাড়ি উপজেলার নিমপাড়া ইউনিয়নে। তবে পরিবারের দাবি গ্যাস্ট্রিক জনিত কারণে মৃত্যু হয়েছে। মাসুদ রানা ইসলাম সকালে সাড়ে সাতটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ও নাদিম ইসলাম হাসপাতালে নেওয়ার পথে ভোর সাড়ে পাঁচটার দিকে মারা যান। এ ঘটনায় মোহাম্মদ টনি (২৯) নামের আরও এক ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন। মারা যাওয়া মাসুদ রানা নিমপাড়া ইউনিয়নের কালাম আলীর ছেলে এবং নাদিম নিমপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকার শামসুল হকের ছেলে। চিকিৎসাধীন টনি নিমপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। টনি নাটোরের বাগাতিপাড়া উপজেলা কৃষি অফিসে উপ-সহকারী কৃষি...
ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত বেড়ে ৭
অনলাইন ডেস্ক

ফরিদপুরের বাখুন্ডা এলাকায় একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুটির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে খাদে পড়ে নিহত বেড়ে সাতজনে দাঁড়িয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৩০ জন। মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে শরিফ জুটমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. জোয়ার সরদার (৫৮), ছেলে ইমান সরদার (৩৫), ফজিরুন নেছা (৬০), শ্রাবন হাসান (৪০), আজিবুর (৪৩), ভারতি সরকার (৪০) ও দীপা খান (৩৪)। স্থানীয়রা বলেন, মুকসুদপুর থেকে ছেড়ে আসা ফারিয়া পরিবহনের একটি লোকাল বাস নগরকান্দা হয়ে ফরিদপুরে যাচ্ছিল। পথে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা গিয়ে হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন, খবর...