বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির বিয়ের এখনো দুই বছর পূর্ণ হয়নি। যদিও এর মাঝেই গুঞ্জন উঠেছে যে মা হতে যাচ্ছেন কিয়ারা। দীর্ঘ দিন প্রেমের পর প্রেমিক অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ঘর বেঁধেছেন কিয়ারা আদভানি। সম্প্রতি একটি ছবিকে কেন্দ্র করে কিয়ারার মা হতে যাওয়ার খবর রটে। বড়দিনে তোলা সেই ছবিতে দেখা যায়, ম্যাঙ্গোর একটি ড্রেপড পোলকা ডট ম্যাক্সি ড্রেস পরেছেন কিয়ারা। নেটিজেনদের অনেকে মন্তব্য করেছেন এ পোশাকে কিয়ারার খানিকটা বেবি বাম্প বোঝা যাচ্ছে। আরও পড়ুন জনপ্রিয় গায়ক শানের বাড়িতে আগুন! ২৪ ডিসেম্বর, ২০২৪ ছবির কমেন্টে প্রিয়া নামে একজন লেখেন, সে কি অন্তঃসত্ত্বা? কেউ কেউ বলছেন, আনুশকা শর্মা প্রথমবার মা হতে যাওয়ার খবর এই ধরনের পোশাক পরে দিয়েছিলেন। আরেক মন্তব্যকারী দীপাঞ্জিতা দে লেখেন, কিয়ারার এই পোশাক বলছে, কোনো ভালো খবর আছে। উল্লেখ্য,...
কিয়ারার মা হওয়ার গুঞ্জন, ছবি নিয়ে তোলপাড়
অনলাইন ডেস্ক
ছেলে আল্লুকে বাঁচাতে মাঠে নামলেন বাবা
অনলাইন ডেস্ক
ভারতের হায়দরাবাদে পুষ্পা টু ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে ভক্তের মৃত্যু ঘটনায় নিহতের পরিবারকে ২ কোটি টাকার সহায়তা দিয়ে সাহায্য করেছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। তবে শুধু এই সাহায্যে রক্ষা হয়নি দক্ষিনী এই সুপাস্টারের। এর পর থেকে যেনো আল্লুর বিপদ বেড়েই চলেছে। আল্লুর আপদ তো আর কমছে না। কয়েকদিন আগেই পুলিশের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন আল্লু অর্জুন। নায়ককে করা হয় কঠিন সব প্রশ্ন। শোনা যাচ্ছে, পুরো বিষয়টি নিয়ে খুব চাপের মাঝে আছেন অর্জুন। এবার নতুন খবর হল, ছেলেকে বিপদ থেকে বাঁচাতে এবার মাঠে নামলেন আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ। পরিস্থিতি সামলাতে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর রেবন্ত রেড্ডির সঙ্গে দেখা করলেন আল্লুর বাবা। মুখ্যমন্ত্রীকে অনুরোধ করলেন পুরো পরিস্থিতি খতিয়ে দেখার। পদপিষ্ট হয়ে সেই নারীর মৃত্যুর ঘটনায় বিপাকে আল্লু...
কেন হীনমন্যতায় ভুগতেন আমির?
অনলাইন ডেস্ক
বলিউডের মিস্টার পারফেকশনিস্টখ্যাত অভিনেতা আমির খান।জানালেন তার জীবনের এক অবাক করার কথা। দিল চাহতা হ্যায়, লগান, রং দে বসন্তী, থ্রি ইডিয়টস-এর মতো সিনেমা তাঁর ঝুলিতে। কিন্তু তারপরও আত্মবিশ্বাসে ছিল ঘাটতি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা নিজেই জানালেন আমির। আমিরের শারীরিক উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। যদিও নব্বইয়ের দশকের চকোলেট বয়-এর অনুরাগীর কোনও অভাব ছিল না। উচ্চতার জন্য তেমন কিছু প্রভাবও পড়েনি তার অভিনয় জীবনে। কিন্তু আমির নিজে নাকি হীনমন্যতায় ভুগতেন। তথাকথিত লম্বা-চওড়া নায়ক না হওয়ার আক্ষেপ ছিল তার। সাক্ষাৎকারে অভিনেতা স্বীকার করে নেন হীনমন্যতার কথা। তিনি বলেছেন, আমি ভাবতাম, উচ্চতার জন্য দর্শক যদি আমাকে গ্রহণ না করে। এই নিয়ে আমি সত্যিই ভয় পেতাম। কিন্তু পরে বুঝলাম, এ সবের তেমন কোনও গুরুত্বই নেই। কিন্তু প্রথম দিকে আমি উচ্চতা নিয়ে নিরাপত্তাহীনতায়...
কাকে ননসেন্স বললেন বুবলী?
অনলাইন ডেস্ক
শবনম বুবলি। যাকে এক নামে চেনে সবাই। ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা বলা চলে তাকে। সংবাদ উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু করা বুবলি মেগাস্টার শাকিব খানের হাত ধরে ঢাকাই সিনেমায় নাম লিখিয়েছিলেন। ক্রমান্বয়ে তার সঙ্গে প্রেম ও পরিণয়। এক পর্যায়ে দুজনের সন্তানও এসেছে পৃথিবীতে। তবে ছেলের পরিচয় প্রকাশ্যে আসতেই তৈরি হয় দুজনের মধ্যে দূরত্ব। শাকিবের প্রথম স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে বুবলির যেন সাপে-নেউলে সম্পর্ক। যা বিভিন্ন সময়ে তাদের কথা-বার্তায় প্রকাশ পেয়েছে। দুজনই একে অপরকে নিয়ে নানা ধরনের ইঙ্গিতপূর্ণ কথা বলেন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে অপু বিশ্বাস বলেন, আমার সন্তান আব্রাম খান জয় না থাকলে যে প্রসঙ্গটা আসে, তাদের আমার যোগ্য বলেই মনে করতাম না। এই ইন্ডাস্ট্রিতে আমার ১৭ বছর চলছে। তাই তাকে আমার যোগ্য বলে মনে করার কোন কারণ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর