সৌদি আরব ছয়জন ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তাদের মাদক চোরাচালানের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল। বুধবার (১ জানুয়ারি) সরকারি সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এসপিএ প্রকাশিত এক বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির উপসাগরীয় উপকূলে দাম্মাম এলাকায় এই ইরানিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাদের বিরুদ্ধে গোপনে হাশিশ সৌদি আরবে প্রবেশ করানোর অভিযোগ ছিল। তবে মৃত্যুদণ্ড কার্যকরের সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। দেশটিতে দুই বছর আগে মাদকসংশ্লিষ্ট অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ শেষ হওয়ার পর থেকে এ ধরনের মৃত্যুদণ্ডের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এএফপির পরিসংখ্যান অনুসারে, ২০২৪ সালে সৌদি আরব মাদক চোরাচালানের অভিযোগে ১১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।...
ছয় ইরানির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি আরব
নিজস্ব প্রতিবেদক
‘এক ঘণ্টা সময় পেলে বাংলাদেশ দখল করে নেব’
অনলাইন ডেস্ক
শুধু হলো নতুন বছর আজ বুধবার। বছরের শুরুতেই ভারতের নাগা সাধুরা বাংলাদেশকে এক হুমকি দিয়ে বসলেন। তারা এক ঘণ্টার মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন। বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বাংলা-বিহার-উড়িষ্যা নিয়ে মন্তব্য এবং বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের অত্যাচারের অভিযোগ তুলে তারা এই হুমকি দেন। কয়েক দিন বাদেই গঙ্গাসাগরের মেলা শুরু হবে। এরই মধ্যে কপিলমুনির মন্দির এলাকায় নাগা সন্ন্যাসীরা আসা শুরু করেছেন। পূর্ণ করতে এসেও সাধুদের হুমকি বিষয়ে অবাক সাধারণ পুণ্যার্থীরাও। নাগা সন্ন্যাসীরা জানান, মাত্র এক ঘণ্টা সময় পেলেই বাংলাদেশে দখল করে নেবেন তারা। মেলায় আগত নাগা সাধু তারপারি বলেন, বাংলাদেশের যা হচ্ছে ঠিক হচ্ছে না। হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, কিন্তু মমতা ব্যানার্জি হাতে হাত তুলে বসে আছেন। এখানে যদি হিন্দুরা হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যায়, তো...
যুক্তরাষ্ট্রে নববর্ষ উদযাপনকালে গাড়িচাপায় নিহত ১০
অনলাইন ডেস্ক
নববর্ষ উদযাপন চলাকালে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে ভয়াবহ গাড়িচাপার ঘটনায় অন্তত ১০ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়, বুধবার নববর্ষ উদযাপনের সময় নিউ অরলিন্সের বোরবন স্ট্রিট ও একটি খালের সংযোগস্থলে এই দুর্ঘটনা ঘটে। নিউ অরলিন্সের জরুরি প্রস্তুতি কর্মসূচি নোলা রেডি জানিয়েছে, অষ্টম ডিস্ট্রিক্টের বোরবন স্ট্রিট ও খালের সংযোগস্থলে ভিড়ের মাঝে গাড়িচাপার ঘটনায় তারা কাজ করছে। এতে অন্তত ১০ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন। সিবিএস নিউজ জানায়, বোরবন স্ট্রিটে একটি ট্রাক প্রচণ্ড গতিতে মানুষের ভিড়ের মধ্যে তুলে দেওয়া হয়। এর পর চালক ট্রাক থেকে নেমে এলোপাতাড়ি গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ এবং আহতদের উদ্ধারের পর...
জনসংখ্যা বৃদ্ধির ধারায় বিশ্ব ৮০৯ কোটিতে
অনলাইন ডেস্ক
নতুন বছরের প্রথম দিনে বিশ্বের মোট জনসংখ্যা ৮০৯ কোটিতে পৌছাবে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্সাস ব্যুরো (আদমশুমারি ব্যুরো)। তাদের তথ্য অনুসারে, গত বছর ৭ কোটি ১০ লাখ শিশু পৃথিবীতে এসেছে। সংবাদ সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী সংস্থাটি জানিয়েছে, ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে বনবহুল দেশ ছিল ভারত। দেশটিতে জনসংখ্যা ১৪১ কোটি। এরপরই রয়েছে চীন। সংস্থাটি আরও জানায়, ২০২৫ সালের জানুয়ারিতে প্রতি সেকেন্ডে বিশ্বজুড়ে প্রায় ৪.২টি শিশুর জন্ম এবং ২টি শিশুর মৃত্যু হতে পারে। ২০২৪ সালের তুলনায় ২০২৩ সালে জনসংখ্যার বৃদ্ধির হার বেশি ছিল, কারণ ২০২৩ সালে সাড়ে সাত কোটি শিশু জন্মগ্রহণ করেছে। যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো প্রতি বছর বিশ্বের জনসংখ্যার পুনর্মূল্যায়ন করে, যা বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের তথ্য...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর