তৃতীয় দিন শেষে বাংলাদেশের ঝুলিতে জমা ছিল ১১২ রানের লিড নিয়ে, হাতে উইকেট ছিল আরও ৬টি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১০৩ বলে ৬০ রান নিয়ে অপরাজিত ছিলেন, ওপাশে ৬০ বলে ২১ রান করে অপরাজিত আছেন জাকের আলী অনিক। এমন পরিস্থিতি থেকে যে কোনো দলই চাইত পুঁজিটাকে নিদেনপক্ষে ২৫০ এর ওপরে নিয়ে যেতে। বাংলাদেশও তাই চাইছিল। তবে জিম্বাবুয়ের লক্ষ্য ছিল পুরোপুরি উল্টো। ব্লেসিং মুজারাবানি গতকাল সংবাদ সম্মেলনে এসে বলেছিলেন, বাংলাদেশকে ২০০ রানের পুঁজিও নিতে দিতে চায় না জিম্বাবুয়ে। শেষমেশ সফরকারীরাই কথা রেখেছে। বাংলাদেশকে ২০০ রানের লিড নিতে দেয়নি। দল অলআউট হয়েছে ২৫৫ রানে, তাতে মোটে ১৭৩ রানের পুঁজি নিয়ে ইনিংস শেষ করেছে স্বাগতিকরা। বৃষ্টির কারণে সকালে নির্ধারিত সময়ে খেলা শুরু হতে পারেনি। শুরু হয়েছে সকাল ১১টায়। তবে এরপর থেকে বাংলাদেশের পরিস্থিতিটা ক্রমে খারাপই হতে শুরু...
সিলেট টেস্টে বাংলাদেশ ২৫৫ রানে অলআউট, লিড ১৭৩
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচে দায়িত্ব পালনকালে বিসিবি কর্মকর্তার মৃত্যু
অনলাইন ডেস্ক

বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট চলাকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সিকিউরিটি কো-অর্ডিনেটর মো. ইকরাম চৌধুরী হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। আজ বুধবার (২৩ এপ্রিল) সিলেট টেস্টের চতুর্থ দিন সকালে স্টেডিয়ামে দায়িত্ব পালন করা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মো. ইকরাম চৌধুরী। এরপর পাশ্ববর্তী আল-হারামাইন হাসপাতালে নেওয়া হলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা যায়, ২০০৯ সালে থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সঙ্গে যুক্ত ছিলেন ইকরাম। ২০১৪ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিকিউরিটি লিয়াজো অফিসার হিসেবে কাজ করেছেন। ইকরাম চৌধুরীর মৃত্যুতে সিলেট ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই শোক জানাচ্ছেন। news24bd.tv/MR...
চতুর্থ দিনে বৃষ্টির বাঁধা, নির্ধারিত সময়েও শুরু হয়নি খেলা
অনলাইন ডেস্ক

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও সফরকারী দলের মধ্যকার চলমান টেস্টের চতুর্থ দিনের খেলায় আবারও বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। বুধবার (২৩ এপ্রিল) সকাল ৯টা ৪৫ মিনিটে খেলা শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। চতুর্থ দিনের শুরুতেই সিলেটের আকাশ ভেঙে নামে ভারী বৃষ্টি। বৃষ্টি থেমে গেলেও মাঠের পরিস্থিতি এখনও খেলার উপযোগী হয়নি। তাই খেলা শুরু করা সম্ভব হয়নি নির্ধারিত সময়ে। ম্যাচ অফিসিয়ালরা জানিয়েছেন, পরবর্তী মাঠ পরিদর্শন হবে সকাল ১০টায়। এরপর মাঠের পরিস্থিতি বিবেচনায় খেলা শুরুর সময় ঠিক করা হবে। এর আগে তৃতীয় দিনেও বৃষ্টি ও আলোক স্বল্পতার কারণে ব্যাহত হয় খেলার স্বাভাবিক গতি। প্রথম সেশনে মাঠে নামতেই পারেননি ক্রিকেটাররা, আর দিনের খেলা শেষ হয় আগেভাগেই। বাংলাদেশ দল তৃতীয় দিন শেষ করেছিল দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৯৪ রান নিয়ে। এতে...
চিকিৎসার জন্য ইংল্যান্ডে যাচ্ছেন তাসকিন
অনলাইন ডেস্ক

ঘরের মাঠে চলমান জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ইনজুরির কারণে খেলছেন না জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। বাঁ পায়ের গোড়ালির চোট পুরোপুরি সেরে না ওঠায় এবার তাকে উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ এপ্রিল ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বেন তাসকিন। তার সঙ্গে থাকবেন বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী। সেখানে মেডিকেল চেকআপ শেষে জানা যাবে চোটের প্রকৃত অবস্থা। প্রয়োজন হলে অস্ত্রোপচারও করা হতে পারে বলে জানিয়েছে বিসিবি। ইতোমধ্যে স্থানীয় বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে সময়ও নির্ধারণ করা হয়েছে। তাসকিনের ইনজুরি নিয়ে এর আগে বিসিবি চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী বলেন, তাসকিনের ট্রিটমেন্ট চলছে, তাকে খেলা থেকে দূরে রাখা হয়েছে। আরও ভালো কিছু করা যায় কি না, সে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর