ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের ইমামবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন- আংগুর মিয়া (৪২), কাপ্তান মিয়া (২৫), পারুল আক্তার (৩০), জুলহাস (২৫), জাহাঙ্গীর মিয়া (২৫), দুলাল মিয়া (২৫) ও সজিব মিয়া (১৮)। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, ধামাউড়া গ্রামের ইমামবাড়ি এলাকায় খুরশীদ মিয়ার ছেলে শরীফের ভিটেবাড়ির ৮ শতাংশ জায়গা নিয়ে একই এলাকার মৃত মতর মিয়ার ছেলে হোসেন মিয়ার সাথে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে বিকেলে দুপক্ষের লোকজন খোলা মাঠে লাঠি, বল্লমসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। এ ঘটনায় এলাকাজুড়ে আতংক ছড়িয়ে পড়ে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
বছরের প্রথম দিনে সিলেট সীমান্তে আটক দুই ভারতীয়
সিলেট প্রতিনিধি
সিলেটের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় আটকের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। আটক দুই ভারতীয় নাগরিকের মধ্যে একজনের নাম ব্লোমিং স্টার (৩২)। তিনি ভারতের শিলংয়ের ইস্ট খাসিয়া হিল জেলার ওয়ামলিংক এলাকার মৃত কয়াইতের ছেলে। অপর ব্যক্তির নাম লোকাস (৫৫)। তিনি ভারতের শিলংয়ের ইস্ট খাসিয়া হিল জেলার বার্মন টিলা এলাকার মৃত গোমারুর ছেলে। বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) গোয়াইনঘাট সীমান্তের দমদমা নামক এলাকার সীমান্ত পিলার ১২৬০/৪-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় নাগরিক ব্লোমিং স্টারকে (৩২) এবং কলাউরা নামক এলাকার সীমান্ত পিলার ১২৩৬ হতে ৮০০ গজ...
মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে বাস উল্টে খাদে, আহত ১৫
অনলাইন ডেস্ক
মাদারীপুরের শিবচরে যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ১৫ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শিবচরের কুতুবপুর এলাকার মুন্সিরবাজার সড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, সকালে খুলনা থেকে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। বাসটি মহাসড়কের শিবচরের মুন্সিরবাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় বাসের ১৫ যাত্রী আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তমাল সরকার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযানে অংশ নেয়। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা হাত থেকে রক্ষা...
চিন্ময় কৃষ্ণর শুনানি আজ, তোলা হবে আদালতে
অনলাইন ডেস্ক
বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আজ (২ জানুয়ারি) চট্টগ্রাম আদালতে তোলা হবে। নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায়। সকাল থেকেই আদালতের প্রবেশমুখে পুলিশ, সেনাবাহিনী এবং র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এর আগে ৩ ডিসেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির দিন ধার্য ছিল, তবে আসামিপক্ষের কেউ উপস্থিত না থাকায় আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে আজ পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ বর্তমানে ভারতে অবস্থান করছেন। তিনি সাংবাদিকদের বলেছিলেন, ২ জানুয়ারির মধ্যে তিনি বাংলাদেশে এসে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে আদালতে দাঁড়াবেন। তবে কিছু সময় পর তিনি জানান, তিনি বর্তমানে চিকিৎসাধীন এবং সুস্থ হয়ে উঠলে বাংলাদেশে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর