সীমান্তে ফেলানী হত্যার বিচার আন্তর্জাতিক আদালতে করার দাবি জানিয়েছে সামাজিক সংগঠন সুশীল ফোরাম। শনিবার (৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি মো. জাহিদ সরকারের কাছে পাঁচ দফা দাবি উত্থাপন করেন। আগামী ৭ জানুয়ারি ফেলানী হত্যা দিবস উপলক্ষে এসব দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, ফেলানীর পরিবারের জন্য মাসিক ভাতা, একটি সড়কের নাম ফেলানীর নামে নামকরণ, সীমান্তে সব হত্যাকাণ্ড বন্ধ ও প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা। সংবাদ বিজ্ঞপ্তিতে সুশীল ফোরাম সভাপতি বলেন, ফেলানী ট্রাজেডি আমাদের পরাধীনতার প্রত্যক্ষ দলিল। গত ৫৪ বছরে বিএসএফের গুলিতে বহু নাম জানা-অজানা বাংলাদেশি সীমান্তে প্রাণ হারিয়েছে। এ ধরনের নির্মম হত্যাকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। সুশীল ফোরামের পাঁচ দফা দাবি: ১. ফেলানীর নামে একটি সড়কের...
আন্তর্জাতিক আদালতে ফেলানী হত্যার বিচার দাবি
অনলাইন ডেস্ক
পরবর্তী নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সীমা রয়েছে: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস শনিবার যুক্তরাজ্য সংসদ সদস্য রূপা হুককে আশ্বাস দিয়েছেন, বাংলাদেশে পরবর্তী সাধারণ নির্বাচন সম্পূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু হবে। তিনি বলেন, বিগত তিনটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। সেখানে ছিল একটি ভুয়া সংসদ, ভুয়া এমপি এবং ভুয়া স্পিকার। সম্প্রতি দেশের জনগণের কণ্ঠ ফিরে এসেছে; তাদের কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল জোরপূর্বক। রূপা হক পরবর্তী সাধারণ নির্বাচনের সম্ভাব্য তারিখ, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে জানতে চান। এসময় রূপা বলেন, বাংলাদেশ দেখে আমি সত্যিই উৎসাহিত। ড. ইউনুস তাকে জানান, পরবর্তী সাধারণ নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সীমা রয়েছে: ডিসেম্বর ২০২৫ অথবা ২০২৬ মধ্যবর্তী সময়ে। নির্বাচনের তারিখ নির্ভর করবে জনগণ কতটা সংস্কারের দাবি করে তার ওপর। রূপা হক...
শহীদ মিনারে হামলার শিকার গণঅধিকার পরিষদের মুখপাত্র
অনলাইন ডেস্ক
ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে ডাকা নাগরিক সমাবেশে হট্টগোল ও হামলার ঘটনা ঘটেছে। নাগরিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান হামলার শিকার হন। শনিবার (৪ জানুয়ারি) বিকেলে শহিদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের উদ্যোগে আয়োজিত সমাবেশে ফারুক হাসান শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে এসে বক্তব্য দিতে শুরু করেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, এই সরকারকে কোনোভাবেই মানা যায় না। যে সংবিধানকে ছুঁড়ে ফেলে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, সেই সংবিধানকে মানা যায় না। ফারুক আরও বলেন, আমরা কখনোই অন্তর্বর্তী সরকার চাইনি, চেয়েছিলাম বিপ্লবী সরকার। কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর হেডকোয়ার্টার বঙ্গভবন থেকে যে অন্তর্বর্তী সরকার এসেছে, তা আমরা মানি না। এ সময় তার বক্তব্যের...
বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা
অনলাইন ডেস্ক
বিশ্ব ইজতেমা আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। আজ শনিবার (৪ জানুয়ারি) কাকরাইল মারকাজ মসজিদে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য প্রকাশ করেন। মামুনুল হক বলেন, ৩১ জানুয়ারি থেকে শুরু হবে প্রথম পর্বের ইজতেমা, এবং বর্তমানে এ সম্পর্কিত কার্যক্রম চলমান রয়েছে। তবে, সাদপন্থীদের ইজতেমার বিষয়ে প্রশাসনই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, এর আগে ২০১৮ এবং ২০২৪ সালে সাদপন্থীদের জড়িত সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যাকাণ্ডের অভিযোগে তাদের নিষিদ্ধ করার দাবিও ওঠে। এদিকে, খেলাফত মজলিস আগামী ১০ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি এবং ২৫ জানুয়ারি দেশের শীর্ষ আলেমদের নিয়ে ওলামা সম্মেলন আয়োজনের পরিকল্পনা করেছে। আরও পড়ুন বিশ্ব ইজতেমার সমাধান নিয়ে যা বললেন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর