খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট এম এম মুজিবর রহমানকে (৭০) আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর ময়লাপোতা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। অ্যাডভোকেট এম এম মুজিবর রহমান খুলনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ছিলেন। খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) আহসান হাবিব বলেন, অ্যাডভোকেট এম এম মুজিবর রহমানকে তদন্তাধীন মামলায় আটক করা হয়েছে। তিনি আরও বলেন, তার নামে বিএনপি নেতা শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুরের মামলা রয়েছে। আটকের পর ডিবি কার্যালয়ে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান এডিসি আহসান হাবিব।...
আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মুজিবর আটক
অনলাইন ডেস্ক

বোরকা পরে বিএনপি কর্মীকে ছুরিকাঘাত, অতঃপর...
নিজস্ব প্রতিবেদক

ফেনীর সোনাগাজীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে আবুল হাসেম (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাসেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। নিহত ব্যক্তি বিএনপির একজন কর্মী বলে জানা গেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) ভোরে সোনাগাজী-কোম্পানীগঞ্জ সড়কের ওলামাবাজার সংলগ্ন ইসলামপুর সড়কে এ ঘটনা ঘটে। নিহত আবুল হাসেম সোনাগাজী উপজেলার পশ্চিম চর দরবেশ গ্রামের শুক্কুর মিয়ার ছেলে। দলীয় সূত্রে জানা গেছে, তিনি সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন ওরফে গিয়াস চেয়ারম্যানের সহযোগী ছিলেন স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হাসেম দীর্ঘদিন ধরে সোনাগাজী পৌরসভার ইসলাম মুহুরি রোড এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। প্রতিদিন খামার থেকে দুধ সংগ্রহ করে সোনাগাজীর বিভিন্ন দোকানে বিক্রি করতেন। মঙ্গলবার ভোরে তিনি গ্রামের বাড়ি...
রাজশাহীতে সাড়ে ৬ কেজি হেরোইনসহ মাদক ব্যবসায়ীকে আটক
নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর গোদাগাড়ী থেকে সাড়ে ৬ কেজি হেরোইন ও নগদ ১৩ লাখ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার তিরিন্দা ভাজানপুর এলাকা থেকে সেনাবাহিনীর সহযোগিতায় তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী তারেক হোসেন (৩৬) গোদাগাড়ী উপজেলার মাদারপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে। বিকেলে নগরীর লিলি হলের মোড় এলাকায় সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক গোলাম আজম এসব তথ্য জানান। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে। তার কাছে সাদা প্লাস্টিকের বস্তার ভেতরে বাদামী বর্ণের ৮টি পলি প্যাকেটে ৫০০ গ্রাম করে ৪ কেজি এবং একই বস্তায় ২৫ প্যাকেটে ১০০ গ্রাম করে আরও আড়াই কেজি হেরোইন পাওয়া গেছে। এছাড়া তার কাছে মাদক বিক্রির ১৩...
কালভার্টের ওপর দাঁড়িয়ে থাকা সুমনকে গুলি
অনলাইন ডেস্ক

খুলনার ফুলতলায় দুর্বৃত্তের গুলিতে মো. সুমন মোল্লা (৩৩) নামে একজন ঘের মালিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১টা ১০ মিনিটে উপজেলার জামিরা ইউনিয়নের পিপরাইল গ্রামের দাসপাড়া সংলগ্ন একটি কালভার্টের ওপর এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সুমন মোল্লাকে খুব কাছ থেকে এক যুবক গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর সোয়া দুইটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফুলতলা থানার ওসি জিল্লাল হোসেন জানান, কারা কী কারণে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। news24bd.tv/RU
সর্বশেষ
সর্বাধিক পঠিত