চলতি বিপিএলে ঢাকা ক্যাপিটালসের একাদশে সাব্বির রহমানকে না দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভক্তই প্রশ্ন তুলেছেন। কেন তিনি একাদশে সুযোগ পাচ্ছেন না, সেই প্রশ্নই সবার মনে। এ প্রশ্নের উত্তর দিয়েছেন খোদ ঢাকা কোচ খালেদ মাহমুদ সুজন। তিনি জানান, শৃঙ্খলা মেনে না চলায় তাকে খেলানো হয়নি। আজ সোমবার (৬ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাব্বিরকে না খেলানোর কারণ ব্যাখ্যায় তিনি আরও বলেন, কম্বিনেশনের কারণে আমরা তাকে খেলাতে পারিনি। বিপিএলের প্লেয়ার্স ড্রাফট থেকে সাব্বির রহমানকে দলে নেয় ঢাকা ক্যাপিটালস। এতে সহজেই বোঝা যায়, ব্যাটিং অর্ডারে তাকে নিয়ে দলটির পরিকল্পনা ছিল। কিন্তু চলতি টুর্নামেন্টে ঢাকা তিন ম্যাচ খেলে ফেললেও কোনোটিতেই সুযোগ হয়নি সাব্বিরের। সাব্বির বলেই ব্যাপারটা অনেকের কাছে স্বাভাবিক মনে হতে পারে। অতীতে শৃঙ্খলা ভঙ্গের মতো অনেক...
শৃঙ্খলাভঙ্গের কারণেই একাদশে জায়গা হয়নি সাব্বিরের
অনলাইন ডেস্ক
আগামী সপ্তাহে জানা যাবে জাতীয় দলে সাকিবের ভবিষ্যৎ
নিজস্ব প্রতিবেদক
গত অক্টোবর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। তবে শুধু জাতীয় দলেই নয়, গত ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর থেকে দেশের মাটিতেও আর পা রাখা হয়নি এই বাঁহাতি অলরাউন্ডারের। চলমান বিপিএলে চিটাগং কিংসের স্কোয়াডে থাকলেও যে কারণে খেলার সুযোগ হয়নি সাকিবের। যদিও মাঠের খেলায় অনুপস্থিত, তবে নিয়মিতই সংবাদ শিরোনামে উঠে আসছেন সাকিব। গত শুক্রবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় বিসিবি সভাপতি ফারুক আহমেদ আবারও সাকিবকে দলে ফেরানোর বিষয়ে কথা বলেছেন। কিন্তু বিসিবি সভাপতির এই আশার বাণী কতটা বাস্তবায়িত হবে, তা নিশ্চিত হতে খুব বেশি দেরি নেই। আগামী ১২ জানুয়ারির মধ্যেই জানা যাবে, সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার অব্যাহত থাকবে কি না। কেননা ওই দিনই পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দল ঘোষণার শেষ তারিখ। এদিকে, টি২০ থেকে...
এবার আত্মগোপনে থাকা সাবেক বিসিবি প্রধান পাপনের দেখা মিলল
অনলাইন ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়নের সাথে সাথে স্বৈরাচারের অনেক দোসরও রয়েছেন পলাতক।সাবেক বিসিবি সভাপতি পাপনও তাদের মধ্যে অন্যতম। কোথায় রয়েছেন পাপন তার হদিসেই এতদিন অপেক্ষায় ছিলেন দেশবাসী। গেল ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে থাকা পাপনের হদিন মিলেছে এবার। এ সংক্রান্ত পাপনের ১২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে । ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি সুপারশপে কেনাকাটা করছেন নাজমুল হাসান পাপন। এ সময় তার পাশে এক নারীকে দেখা গেছে। তবে সুপারশপটি কোথায় এবং তার সাথে থাকা নারীটি কে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এর আগে লন্ডনের একটি বাঙালি রেস্টুরেন্টের সিঁড়িতে সস্ত্রীক তাকে বসে থাকতে দেখা যায়।...
রংপুরকে বিশাল লক্ষ্য দিলো সিলেট
অনলাইন ডেস্ক
বিপিএলের সিলেটপর্বের প্রথম ম্যাচে রংপুরের কাছে টসে হেরে প্রথমে ব্যাট করে ২০৫ রানের বিশাল লক্ষ্য দিয়েছে সিলেট স্ট্রাইকার্স। এইদিন রনি তালুকদারের পর ফিফটির দেখা পান জাকির হাসানও। শেষদিকে অ্যান জোন্স ও জাকের আলি অনিকের ক্যামিওতে রংপুরের বিপক্ষে দুইশ ছাড়ানো সংগ্রহ পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। জয়ের জন্য রংপুরকে করতে হবে ২০৬ রান। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেটপর্বে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করেছে সিলেট। রনি ও জর্জ মুন্সের ব্যাটে ভালো শুরু পায় সিলেট। উদ্বোধনী জুটিতে ৩০ বলে তারা যোগ করেন ৪৭ রান। জুটির অর্ধশতকের আগেই মুন্সেকে ১৮ রানে বিদায় করেন আকিফ জাভেদ। এরপর রনিকে সঙ্গ দেন জাকির। দারুণ ব্যাটিংয়ে ৪১ রানের জুটি গড়েন তারা। ৩০ বলে পঞ্চাশ ছুঁয়ে ৫৪ রানে রনি বিদায় নিলে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর