অন্তর্বর্তী সরকার জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ২১টি জুলাই শহীদ পরিবার ও ৭ জন আহতের মধ্যে আর্থিক চেক হস্তান্তরের মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় আহত ও শহীদ পরিবারের সঙ্গে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের জন্য সরকারের গৃহীত কর্মসূচি সম্পর্কে অবহিত করা হয়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই অভ্যুত্থানের শহীদগণ জুলাই শহীদ নামে অভিহিত হবেন এবং আহতগণ জুলাই যোদ্ধা নামে অভিহিত হবেন এবং পরিচয়পত্র পাবেন। প্রতিটি শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা পাবে। এর মধ্যে ২০২৪-২০২৫ অর্থবছরে জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে ১০...
প্রতি মাসে ভাতা পাবে আন্দোলনে শহীদ ও আহতদের পরিবার
অনলাইন ডেস্ক
![প্রতি মাসে ভাতা পাবে আন্দোলনে শহীদ ও আহতদের পরিবার](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/10/1739180850-9bca1653601cfed0253482a381c1ad63.jpg?w=1920&q=100)
৩২ নম্বর ভাঙা নিয়ে ভারতের বিবৃতি প্রসঙ্গে যা বললেন আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
![৩২ নম্বর ভাঙা নিয়ে ভারতের বিবৃতি প্রসঙ্গে যা বললেন আসিফ মাহমুদ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/10/1739180205-93df0a2d20598f3ccd1e7266b12d818b.jpg?w=1920&q=100)
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিগত হাসিনা সরকারের আমলে তিনটি ভুয়া নির্বাচনের বিষয়ে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু বলে এড়িয়ে গেছে। অথচ একটি ভবন ভাঙার বিষয়ে তারা বিবৃতি দিচ্ছে। এতে বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, এখানে ভারতের আগ্রহ রয়েছে। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা জানান তিনি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এদিন তিনি বলেন, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনার মধ্যে আগে আলোচনায় আসে স্থানীয় সরকার নির্বাচন। তাই এ নিয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সব পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আওয়ামী লীগ সরকারের আমলে...
এজেন্সির গাফিলতিতে কেউ হজ করতে না পারলে শাস্তি: ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে সৌদি সরকারের সঙ্গে হজ সেবাদানকারী কোম্পানির সব চুক্তি সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এই সময় কোনো অবস্থাতেই আর বাড়ানো হবে না বলেও জানিয়েছেন তিনি। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ১৪ ফেব্রুয়ারির মধ্যে সব চুক্তি সম্পন্ন করতে হবে। কোনো পরিস্থিতিতেই চুক্তি সম্পন্ন করার সময় বাড়ানো হবে না। যদি কারো চুক্তি সম্পন্ন না হয় তার দায় সৌদি সরকার নেবে না, বাংলাদেশ সরকারও নেবে না। সব দায় এজেন্সিকে নিতে হবে। চুক্তি সম্পন্ন করতে সময় আর চারদিন বাকি থাকলেও নিবন্ধন করা প্রায় অর্ধেক হজযাত্রীর চুক্তি এখনো সম্পন্ন হয়নি। এখন পর্যন্ত কতজনের চুক্তি সম্পন্ন হয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সরকারি...
কর্মসূচি স্থগিত করলো জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীরা
নিজস্ব প্রতিবেদক
![কর্মসূচি স্থগিত করলো জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীরা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/10/1739180719-a2cd38f8e6105e00047c1b8139eef1d6.jpg?w=1920&q=100)
প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূসের একান্ত সচিব শাব্বীর আহমদের আশ্বাসে ১০ দিনের আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেছেন ক্ষতিগ্রস্ত প্রবাসীরা। ১০ দিনের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন তারা। সোমবার দুপুর দুইটার দিকে প্রতিনিধি দল কার্যালয় থেকে ঘুরে এসে প্রতিনিধি দলের সদস্য খালেদ সাইফুল্লাহ এ কথা জানান। তিনি বলেন, আমরা রমনা জোনের ডিসির প্রতি কৃতজ্ঞ। তার উদ্যোগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়া সম্ভব হয়েছে। সে পরিপ্রেক্ষিতে আমরা ৬ জনের প্রতিনিধি দল সেখানে যাই। আমাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বীর আহমদ কথা বলেছেন। সেখানে আমাদের মৌলিক যে ৫টা দাবি, তা নিয়ে কথা হয়েছে। যেহেতু প্রধান উপদেষ্টা আগামী ১২ ফেব্রুয়ারি আরব আমিরাত যাবেন, সেজন্য আমাদের দাবিগুলো নিয়ে আজকেই প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন বলে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর