ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় কোদলা নদীর ৫ কিলোমিটার অংশ বাংলাদেশি ভূখণ্ডে ফিরিয়ে আনার দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এতদিন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নদীর ওই অংশে আধিপত্য করায় বাংলাদেশি জেলেরা সেখানে মাছ ধরতে পারতেন না। বিজিবি জানিয়েছে, এখন থেকে বাংলাদেশিরা নির্বিঘ্নে নদীর ওই অংশে প্রবেশ করতে পারবেন। গত সোমবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় মহেশপুর ৫৮ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। তবে ভারতীয় গণমাধ্যমগুলো এ দাবি নাকচ করে বলেছে, এমন কোনো ঘটনা ঘটেনি। আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী, শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে দুই দেশই প্রবেশ থেকে বিরত থাকে। কোদলা নদী বাংলাদেশ-ভারত মানচিত্র অনুযায়ী মহেশপুর উপজেলার শ্যামকুড় শূন্যরেখা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং কিছু দূর প্রবাহিত হয়ে মাটিলা সীমান্ত দিয়ে ভারতে চলে যায়।...
নদীর ৫ কি.মি. অংশ দখলমুক্ত করার দাবি বিজিবির
অনলাইন ডেস্ক
রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে ৩ ঘণ্টা ধরে সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জের লাখাইয়ে বিল দখল নিয়ে রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে চার ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের নারী-শিশুসহ অন্তত শতাধিক আহত হয়েছেন। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার স্বজনগ্রামের পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ সংঘর্ষ শুরু হয়। চলে রাত ৯টা পর্যন্ত। পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় কাঞ্জা বিল নিয়ে লাখাই ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারিছ মিয়ার মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তাদের পক্ষ নিয়ে গ্রামের লোকজন দুইভাগে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্র ও টর্চ লাইট নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় রাতের আধাঁরে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চারজনকে সিলেট এবং অন্তত ৩০ জনকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও পড়ুন সীমান্তে বিএসএফের...
মধুমতির ভাঙন প্রতিরোধে ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে মধুমতি নদীর বিলরুট চ্যানেলে ২৫০ মিটার এলাকা জুড়ে নদী ভাঙন প্রতিরোধ প্রকল্পে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বুধবার (৮ জানুয়ারি) সকাল থেকে জেলা প্রশাসন ও পানিউন্নয়ন বোর্ড যৌথ অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয়। এ অভিযান পরিচালনা করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস। এ সময় পানি উন্নয়ন বোর্ড, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ বিভাগীয় প্রকৌশলী সুব্রত কুমার, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, কর্মচারী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। প্রবীর বিশ্বাস বলেন, পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্প এখানে বাস্তবায়িত হচ্ছে। কিন্তু নদী পাড়ে অবৈধ স্থাপনারা কারণে কাজে বাধা সৃষ্টি হয়েছে। নোটিশ করার পরও তারা অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি, তাই উচ্ছেদ অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ...
সীমান্তে বিএসএফের গুলি, বাংলাদেশি যুবক নিহত
অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে উত্তেজনার মধ্যে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাইদুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের গামারি তলা গ্রামের জয়নুল আবেদীনের ছেলে। সীমান্ত দিয়ে পণ্য প্রবেশের সময় ওই যুবক গুলিবিদ্ধ হন বলে জানান বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান। তিনি বলেন, সাইদুল ইসলাম জিরো গামারিতলা সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় ভারত থেকে চিনি আনতে চেষ্টা করছিলেন। এ সময় বিএসএফ তাদের দিকে গুলি চালায় এবং সাইদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে আহত হন। বুকে ও পেটের ডান দিকে গুলি লেগে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর