ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি ও তরুণ গায়ক শেখ সাদীকে নিয়ে কিছুদিন ধরে সরগরম সোশ্যাল মিডিয়া। সম্প্রতি এক মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, তখন আদালতে নায়িকার জামিনদার হিসেবে দেখা যায় শেখ সাদীকে। ফলে দুইয়ে দুইয়ে চার! এরপর থেকে শুরু হয় প্রেমের গুঞ্জন। ২৮ বছরের এই তরুণ এখনও বিয়ে করেননি। পরীমনি বয়স ৩৩ বছর, একাধিক ডিভোর্স হয়েছে তাঁর। দুই সন্তানের মা! এই অসম বয়সের প্রেম-ভালোবাসা কি আদৌ টিকবে, এই মর্মে জল্পনা এখন সোশ্যাল মিডিয়াতে। যদিও দুইজনের তাদের সম্পর্কের ব্যাপারে স্পষ্ট জানিয়েছেন। তবে হঠাৎ শেখ সাদীর এক ফেসবুক পোস্ট যেন দুইজনের প্রেমের গুঞ্জন আরও উস্কে দেয়। যেখানে পরীর প্রতি মগ্ন হওয়ার ভাব প্রকাশ করেন সাদী। সঙ্গে সেই পোস্টে পরীর প্রতিক্রিয়াও ইঙ্গিত দেয় আরও গভীর কিছুর! রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে কিছু...
ফের বিয়ের পথে পরীমনি? শেখ সাদীকে নিয়ে জল্পনা তুঙ্গে
অনলাইন ডেস্ক
![ফের বিয়ের পথে পরীমনি? শেখ সাদীকে নিয়ে জল্পনা তুঙ্গে](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739254694-77ee202c39326cf7b6506d52d4348eb8.jpg?w=1920&q=100)
আইসিইউতে ভর্তি সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়
অনলাইন ডেস্ক
![আইসিইউতে ভর্তি সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739249990-047e37f07519e68672f18f5365d51291.jpg?w=1920&q=100)
আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই বিখ্যাত এই গানের স্রষ্টা গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় গুরুতর শারীরিক জটিলতায় কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি আইসিইউতে আছেন। অন্ত্রের অপারেশনের পর হৃদরোগে আক্রান্ত হন প্রতুল। শারীরিক অবস্থায় দ্রুত অবনতি হতে থাকে দ্রুত। সঙ্গে আবার অ্যান্টিবায়োটিক এলার্জি সংক্রমণ ও নিউমোনিয়া। পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে উঠছে। ইতোমধ্যেই বিভিন্ন চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন হয়েছে। এদিন রাতেও তিনি সংকটজনক অবস্থায় এসএসকেএমের আইসিইউ-তে চিকিৎসাধীন বলে জানিয়েছে মেডিক্যাল বোর্ড সূত্র। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রতুলের শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়। চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। উল্লেখ্য, কয়েকদিন আগেও হাসপাতালের বিছানায় শুয়ে চিকিৎসকদের আমি...
একটি টিকিটে উপভোগ করুন ১৪টি নাটক
অনলাইন ডেস্ক
![একটি টিকিটে উপভোগ করুন ১৪টি নাটক](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739235181-3f9fbcd22e36f34a9364074d0698fd83.jpg?w=1920&q=100)
এক টিকিটে ১৪টি মঞ্চনাটক উপভোগ করা যাবে। ঢাকার মঞ্চে দর্শক উপস্থিতি বাড়ানো ও নতুন দর্শক সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর নাট্য পর্ষদ। এ বছর এই উৎসবের প্রতিপাদ্য শিল্পের আলোয় ভরে উঠুক মঞ্চের আঙিনা/দর্শকই স্বজন, দর্শকই প্রেরনা। আসছে শনিবার (১৫ ফেব্রুয়ারি) শুরু হতে যাওয়া ঢাকা মহানগর নাট্যোৎসব ২০২৫-এ থাকছে এই সুযোগ। আয়োজক পর্ষদের পক্ষে মো. আকতারুজ্জামান জানান, একটি টিকিট কিনে ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নাটক দেখা যাবে। তিনি জানান, এই সিজন টিকিট পাওয়া যাবে মাত্র ১ হাজার টাকায়। এ ছাড়া মান ভেদে প্রতিদিনের টিকিটও পাওয়া যাবে ৫০০, ৩০০ ও ২০০ টাকায়। অগ্রিম সংগ্রহ করা যাবে টিকিট। উৎসবের প্রথম পর্যায়ের নাটকগুলো মঞ্চস্থ হবে রাজধানীর বেইলী রোডে বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তন মঞ্চে। প্রদর্শনী শুরু হবে প্রতিদিন সন্ধ্যা সাতটায়।...
হামলার রাতে কারিনার ভূমিকা নিয়ে সাইফের চাঞ্চল্যকর তথ্য
অনলাইন ডেস্ক
![হামলার রাতে কারিনার ভূমিকা নিয়ে সাইফের চাঞ্চল্যকর তথ্য](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/10/1739208363-6bd8407bf6d5ceee8602e3fad4c3511f.jpg?w=1920&q=100)
বলিউডের নবাব সাইফ আলি খানের বান্দ্রার বাড়িতে গত ১৬ জানুয়ারি রাতে আচমাই হানা দেয় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি। অভিনেতার সন্তান জেহর ন্যানির ভয়ার্ত চিৎকারে ঘর ছেড়ে বেরিয়ে আসেন সাইফ। আততায়ীর সঙ্গে হাতাহাতির ফলস্বরূপ ছুরিকাঘাতে জখম হন নবাবজাদা সাইফ। আর এর পরপরই সাইফকে নগরীর লীলাবতী হাসপাতালে নিয়ে গেলে তাৎক্ষণিক অপারেশন করেন চিকিৎসক। পরবর্তীকালে টানা এক সপ্তাহ পর হাসপাতাল ছেড়ে বাড়ি ফেরেন তিনি। সাইফ আলি খানের বাড়িতে ঘটে যাওয়া ঘটনাটিতে অনেকে যেমন দুঃখ প্রকাশ করেছেন তেমনই অনেকে অভিনেতার স্ত্রী কারিনা কাপুর খানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তাদের মতে, নিশ্চয়ই কারিনা সেদিন মদ্যপ অবস্থায় ছিলেন। বাড়িতে এত কিছু ঘটল, কিন্তু তিনি কোথায় ছিলেন? তিনি কি আদৌ বাড়িতে ছিলেন? বিষয়টি নিয়ে শুরু থেকে চুপ থাকলেও অবশেষে মুখ খুললেন সাইফ। কারিনা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর