জাতীয় নাগরিক কমিটির মুখ সংগঠক সারজিস আলম বলেছেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ শুধু ছাত্রলীগ ও আওয়ামী লীগের জন্য নয়, যে কেনো দলের ডেভিলকেই গ্রেপ্তার করতে হবে। সজাগ থাকতে হবে। সোমবার (১০ ফেব্রুয়ারি) জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ডেভিল শুধু ছাত্রলীগ, যুবলীগের ব্যানারেই ছিল না, অন্যান্য দলের ব্যানারেও ছিল। তাই যাদের কাজেই ডেভিলের মতো হবে, তাদের বিরুদ্ধেই পরিচালিত যেন হয় অপারেশন ডেভিল হান্ট। news24bd.tv/আইএএম
শুধু ছাত্রলীগ-যুবলীগ নয়, অন্যান্য দলের ব্যানারেও ডেভিল ছিল: সারজিস
অনলাইন ডেস্ক
![শুধু ছাত্রলীগ-যুবলীগ নয়, অন্যান্য দলের ব্যানারেও ডেভিল ছিল: সারজিস](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/10/1739200391-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
১৫ ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম বৈঠক : প্রেস সচিব
অনলাইন ডেস্ক
![১৫ ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম বৈঠক : প্রেস সচিব](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/10/1739198759-30682cc0fe65a9dec598d270264aa2ec.jpg?w=1920&q=100)
আগামী ১৫ ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৈঠক শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা আগে থেকেই দুটো ডেট দিয়ে রেখেছেন। একটি এ বছরের ডিসেম্বর আরেকটি আগামী বছরের জুন। সব দলগুলো যখন চাইবে পলিটিক্যাল পার্টিগুলোর ওপর নির্ভর করছে, তারা কি চায়। বৈঠকের বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, বিএনপি স্ট্যাবিলিটিতে জোর দিয়েছে। আমরাও চাই স্ট্যাবিলিটি থাকুক। ড. ইউনূস স্ট্রং স্টেটমেন্ট দিয়েছেন। এর পর আপনারা দেখেছেন শান্তি ফিরেছে। গত দুইদিন কোনো ভ্যান্ডালিজম দেখছি না। বিএনপিও কিন্তু এর জন্য শেখ হাসিনাকে ব্লেম করেছে।...
সিরাজগঞ্জের আহ্বায়ক কমিটি স্থগিত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
প্রেস বিজ্ঞপ্তি
![সিরাজগঞ্জের আহ্বায়ক কমিটি স্থগিত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/10/1739198705-707466040cc7d5feac9b18dfe6fc7d1c.jpg?w=1920&q=100)
আন্দোলনের মুখে সিরাজগঞ্জে গঠিত আহ্বায়ক কমিটি স্থগিত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) এক পেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাতিলের এ সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি। এই কমিটি বাতিলের দাবিতে গতকাল রোববার থেকে বিক্ষোভ করেন জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের গোলচত্বর এলাকায় ঘণ্টাব্যাপী বিক্ষোভে মহাসড়কের দুই প্রান্তে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে জুলাই আন্দোলনে প্রকৃত ত্যাগীদের স্থান না দেওয়ার অভিযোগ তুলে কমিটি বাতিলের দাবিতে ছয় ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্রসমাজ। আজ রোববার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের এসএস সড়কের একটি ভবনে সংবাদ সম্মেলন করে এই আলটিমেটাম দেওয়া হয়। সেই সঙ্গে এই কমিটি তৈরির জন্য কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকারের পদত্যাগ দাবি...
বিশ্ববিদ্যালয়ে আর কোনো মাদার পার্টি হতে দেয়া যাবে না: হাসনাত
নিজস্ব প্রতিবেদক
![বিশ্ববিদ্যালয়ে আর কোনো মাদার পার্টি হতে দেয়া যাবে না: হাসনাত](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/10/1739198322-16159df1b9b4695c4f877735195c8868.jpg?w=1920&q=100)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে আর কোনো মাদার পার্টি হতে দেয়া যাবে না। মাদার পার্টির বদলে ডাকসু কেন্দ্রিক ছাত্র রাজনীতি গড়ে তোলা হবে। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলাএকাডেমিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের দেশে নেতার ছেলেরা বিদেশে পড়ে, আবার নেতা হয়ে দেশে ফিরে আসে। আর যারা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারা নেতার ছেলের পিছনে কামলা খেটে একাডেমি জীবন শেষ করতে হয়। তিনি আরও বলেন, আমরা চাই না আর বিশ্ববিদ্যালয়ে মাদার পার্টি সার্ভ করার জন্য কোনো ছাত্র সংগঠন তৈরি হক। আমরা চাই না মাদার পার্টির পারপাস সার্ভ করার জন্য আর কোনো লাঠিয়াল বাহিনী তৈরি হক। এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ডেভিল শুধু ছাত্রলীগ, যুবলীগের ব্যানারেই ছিল না, অন্যান্য দলের ব্যানারেও...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর