প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। আজ সোমবার (২১ এপ্রিল) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা। এটি কেবল শুরু। আমরা এতটা কাছাকাছি, তবুও এত দূরে। আসুন, এটা বদলে দিই, গভর্নরকে স্বাগত জানিয়ে বলেন ড. ইউনূস। তিনি আরও বলেন, আশা করি আপনি আবারও আমাদের দেশে আসবেনআমরা ভালো প্রতিবেশী হতে চাই, কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ, খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই। প্রধান উপদেষ্টা সম্প্রতি চীন সফরের কথা স্মরণ করে বলেন, এটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এক মাইলফলক ছিল। তিনি চীনের উষ্ণ আতিথেয়তার প্রশংসা করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর উত্সাহব্যঞ্জক...
বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারের আহ্বান
নিজস্ব প্রতিবেদক

সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের শান্তি কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারির সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শান্তি কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া। আজ সোমবার (২১ এপ্রিল) সৌহার্দ্যপূর্ণ এ বৈঠকে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি আন্ডার সেক্রেটারি জেনারেল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মোতায়েন সংক্রান্ত প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এছাড়াও তিনি বর্তমানে ইন এইড টু সিভিল পাওয়ার এ মোতায়েনরত সেনাবাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। সেনাবাহিনী প্রধান জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত ও ভবিষ্যৎ মোতায়েনের বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস...
রদবদল হলো পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে
অনলাইন ডেস্ক

পুলিশ সুপার পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ সোমবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মাহবুবুর রহমানের স্বাক্ষর এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। বদলি হওয়া কর্মকর্তারা হলেন—চট্টগ্রাম সিএমপির উপ-পুলিশ কমিশনার শাকিলা সোলতানাকে রেলওয়ে পুলিশে, রেলওয়ে পুলিশের মো. হাবিবুর রহমানকে চট্টগ্রামের সিএমপি এবং খুলনা কেএমপির শেখ মনিরুজ্জামান মিঠুকে পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। News24d.tv/MR
এবার মেঘনা আলমের ব্যাংক হিসাব তলব
নিজস্ব প্রতিবেদক

গ্রেপ্তারের পর এবার আলোচিত মডেল মেঘনা আলমের সব ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করা কোেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গতকাল রোববার (২০ এপ্রিল) সব ব্যাংকের কাছে এই তথ্য চেয়ে চিঠি দিয়েছে বিএফআইইউ। ওই চিঠিতে বলা হয়েছে, মেঘনা আলমের ব্যক্তিগত তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী চিঠি দেওয়ার তারিখ থেকে সাত কার্যদিবসের মধ্যে পাঠাতে হবে। এর আগে, মেঘনা আলমকে গত ৯ এপ্রিল রাতে রাজধানী আটক করে হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। পরে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে ১৫ এপ্রিল মেঘনা ও দেওয়ান সমিরসহ অজ্ঞাতনামা দুই-তিনজনের বিরুদ্ধে মামলা করেন ধানমন্ডি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল আলীম। ওই মামলা সূত্রে জানা গেছে, মেঘনা আলম, দেওয়ান সমিরসহ অজ্ঞাতপরিচয় আসামিরা জনৈক কূটনীতিকের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর