মুখোমুখি দুই দলের অবস্থাই একই। চলতি বিপিএলে সিলেট স্ট্রাইকার্স তিন ম্যাচ খেলে জেতেনি একটিও। ঢাকা ক্যাপিটালসের আরও বেহাল দশা। পাঁচ ম্যাচে হার সবকটিতেই। সেই হারের কষ্ট আরও বাড়ল ঢাকার। সিলেটের কাছেও হেরেছে দলটি। ষষ্ঠ হারের কষ্টে পয়েন্ট টেবিলের তলানিতেই রইল ঢালিউড সুপারস্টার শাকিব খানের দল। আজ শুক্রবার (৯ জানুয়ারি) সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকার বিপক্ষে ৩ উইকেটে জিতেছে সিলেট। ১৯৪ রানের বড় সংগ্রহ তাড়ায় নেমে ৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। টসে জিতে আগে ব্যাট করা ঢাকা বড় সংগ্রহ পায় লিটন দাস রানে ফেরায়। ৪৩ বলে ৭৩ রান করেন তিনি। রান পান মুনিম শাহরিয়ারও। তবে ইনিংসটি ছিল না টি২০ সুলভ। পরে সাব্বির রহমান (১০ বলে ২৩) আর থিসারা পেরেরার (৯ বলে ১৮) ঝোড়ো ক্যামিওতে ৬ উইকেটে ১৯৩ রানের পুঁজি পায় ঢাকা। সিলেটের হয়ে ৩ উইকেট নেন রাহকিম কর্নওয়াল।...
ঢাকাকে টানা ষষ্ঠ হারের কষ্টে ডুবিয়ে প্রথম জয় সিলেটের
অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরছেন না তামিম
অনলাইন ডেস্ক
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফের আলোচনা শুরু হয় তামিম ইকবালকে নিয়ে। তার সঙ্গে নির্বাচকদের বৈঠক হয়। শুরু হয় ফেরার গুঞ্জন।তবে শুক্রবার রাতে ফেসবুক স্ট্যাটাসে তামিম জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরছেন না তিনি। নিজের স্ট্যাটাসে লিখেছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর সামনে, আমি চাই না আমাকে ঘিরে আবার অলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক। এটা অবশ্য আগেও চাইনি। চাইনি বলেই অনেক আগে নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছি। যদিও অনেকেই বলেছেন, অনেক সময় মিডিয়ায় এসেছে, আমিই নাকি ব্যাপারটি ঝুলিয়ে রেখেছি। কিন্তু বিসিবির কোনো ধরনের চুক্তিতে যে নেই, এক বছরের বেশি সময় আগে...
বড় জয় পেল কিংস
অনলাইন ডেস্ক
কিংস অ্যারেনায় আজকের ম্যাচে শুরুতেই বিপদের মুখে পড়ে চ্যাম্পিয়নরা। প্রথম মিনিটেই গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণের মারাত্মক ভুলে গোল হজম করে পিছিয়ে পড়ে কিংস। ফকিরেরপুল ইয়াংমেন্সের অপ্রত্যাশিত আক্রমণে তখন রেলিগেশন অঞ্চলের দলের কাছে হারের শঙ্কাও দেখা দেয়। তবে, ঘরের মাঠে চ্যাম্পিয়নরা মাটি ছাড়েনি এবং এক ভিন্ন গল্প রচনা করেছে। দ্বিতীয়ার্ধে ইয়াংমেন্সের ওপর আক্রমণ শুরু করে তারা এবং ৪-১ ব্যবধানে জয় পায়। কিংসের প্রথম গোলটি আসে ৬৮ মিনিটে, যখন সোহেল রানার থ্রু পাসে বক্সে ঢুকে জোনাথন ফার্নান্দেস দুর্দান্ত ফিনিশিংয়ে সমতা ফেরান। এরপর ফয়সাল আহমেদ ফাহিমের গোলের পর রফিকুল ইসলাম ও রাকিবের গোল নিশ্চিত করে বড় জয়। অপরদিকে, মোহামেডান তাদের জয়রথ অব্যাহত রেখেছে। মুন্সিগঞ্জে রহমতগঞ্জকে ৩-১ গোলে পরাজিত করেছে তারা। দলের পক্ষে গোল করেছেন রাজু আহমেদ, সুলেমান দিয়াবাতে...
বার্লের অলরাউন্ড পারফরম্যান্স জেতালো রাজশাহীকে
অনলাইন ডেস্ক
বিপিএলে নিজেদের দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে দুর্বার রাজশাহী। দলটির বিদেশি ক্রিকেটার রায়ান বার্লের অলরাউন্ড নৈপুণ্যে খুলনা টাইগার্সকে ২৮ রানে হারিয়েছে রাজশাহী। শুক্রবার (১০ জানুয়ারি) সিলেটে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠান খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাট করতে নেমে ইয়াসির আলি রাব্বি ও রায়ান বার্লের ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে রাজশাহী। ব্যাট হাতে দলীয় সর্বোচ্চ ৪৮ রান করে বল হাতে ২টি উইকেট নিলেন রায়ান বার্ল। বিপদজনক হয়ে উঠতে থাকা মাহিদুল ইসলাম অঙ্কনকে মোহাম্মদ হারিসের ক্যাচ বানানোর পর তিনি নেন আবু হায়দার রনির উইকেট, ২ ওভারে খরচ করেন মাত্র ১৩ রান। খুলনা টাইগার্সের বিপক্ষে দুর্বার রাজশাহী ম্যাচটি জিতে ২৮ রানে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ওভারেই খুলনার উদ্বোধনী জুটি ভাঙেন জিশান আলম। উইলিয়াম...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর