বাংলাদেশ দলের নতুন ফিল্ডিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে জেমস প্যামেন্টকে। ইংল্যান্ডে জন্ম নেওয়া ৫৬ বছর বয়সী এই কোচ আসন্ন জিম্বাবুয়ে সিরিজের আগে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হবেন। তার সঙ্গে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে বিসিবি। এর আগে, আইপিএলসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে কাজ করার অভিজ্ঞতা রয়েছে প্যামেন্টের। ইংল্যান্ডে জন্মগ্রহণ করলেও তিনি নিউজিল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করছেন। সেখানে অকল্যান্ডের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটও খেলেছেন। লম্বা সময় ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত আছেন প্যামেন্ট। ২০১৮ সালে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানসে যোগ দিয়েছিলেন তিনি। কিছুদিন আগ পর্যন্তও ফ্র্যাঞ্চাইজিটিতে সহকারী কোচ হিসেবে ছিলেন তিনি। সেখানে ফিল্ডিং ও রানিং বিটুইন দ্য উইকেটের ওপর বাড়তি গুরুত্ব দিতেন প্যামেন্ট। এর আগে পাঁচ বছর নিউজিল্যান্ডের নর্দার্ন...
নতুন ফিল্ডিং কোচ নিয়োগ দিল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক

‘প্রতিটি কান্না প্রতিধ্বনিত হচ্ছে আমাদের হৃদয়ে’
অনলাইন ডেস্ক

ফিলিস্তিদের গাজায় অবরুদ্ধ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল বর্বর হামলা চালাচ্ছে। রকেট হামলার আঘাতে পুরো শহর ধ্বংসস্তূতে পরিণত হয়েছে। শিশু-নারীসহ হাজারো প্রাণ নির্মমভাবে মৃত্যুবরণ করছে। ইসরায়েলের এমন নির্মমতায় বিশ্বের নানা প্রান্তে প্রতিবাদ ও বিক্ষোভ হচ্ছে। রাজধানীসহ বাংলাদেশ বিভিন্ন প্রান্তে প্রতিবাদ, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। ফিলিস্তিনিদের জন্য সাহায্য প্রার্থনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় দলের জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, আফিফ হোসেন। এছাড়া ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ফেসবুক পোস্টে প্রার্থনা করেছেন। ভেরিফাইড ফেসবুক পেজে মুশফিকুর রহিম ফিলিস্তিনের পতাকার ছবি পোস্ট করে লিখেছেন, আল্লাহ, নির্যাতিতদের সাহায্য করুন। আল্লাহ, তুমি তাদের রক্ষাকর্তা। তাদের সাহায্যকারী ও...
মেসির জাদুতে ড্র করলো ইন্টার মায়ামি
অনলাইন ডেস্ক

লিওনেল মেসির জাদুতে টরন্টো এফসির বিপক্ষে ম্যাচ ড্র করেছে ইন্টার মায়ামি। ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে শেষ হয়। ম্যাচের দুটি গোলই হয়েছে প্রথমার্ধের যোগ করা সময়ে। ম্যাচের প্রথমার্ধের যোগ করা দ্বিতীয় মিনিটে মায়ামির তিন খেলোয়াড়ের মধ্যে থেকেই বল জালে পাঠিয়ে টরন্টোকে এগিয়ে দেন ফেদেরিকো বের্নারদেস্কি। জুভেন্টাসে খেলা এই সাবেক ইতালিয়ান উইঙ্গার অবশ্য বেশিক্ষণ স্বস্তিতে থাকতে পারেননি। যোগ করা সময়ে পঞ্চম ও শেষ মিনিটে ১-১ করে ফেলেন মেসি। বক্সের মাথায় বল পাওয়ার পর ডান পায়ে বল থামিয়ে বাঁ পায়ের ভলিতে বল জালে পাঠান তিনি। সমতার প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে অবশ্য মায়ামি ও টরন্টো কোনো দলই গোল করতে পারেনি। মায়ামি মাঠ ছাড়ে মৌসুমে দ্বিতীয় ড্র নিয়ে। ৬ ম্যাচে ২ ড্র ও ৪ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে মায়ামি এখন...
‘আল্লাহ দয়া করে রক্ষা করুন, তাদেরকে বিজয়ী বানান’
অনলাইন ডেস্ক

অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছে দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েল। প্রতিদিন লম্বা হচ্ছে লাশের মিছিল। যাদের অধিকাংশই শিশু ও নারী। বর্বর ইসরায়েলের এই চরম মানবতাবিরধী কর্মকাণ্ডের প্রতিবাদে সধারণ মানুষ প্রতিবাদ জানালেও বিশ্বনেতৃত্ব নিশ্চুপ। যেন এই ধংসযজ্ঞে তারা মৌন সমর্থনই দিচ্ছেন। ফিলিস্তিনে গণহত্যা বন্ধে সৃষ্টিকর্তার সাহায্য চাইলেন ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। রোববার (৬ এপ্রিল) রাতে ফেসবুক পোস্টে রিয়াদ লিখেছেন, আল্লাহ, সাহায্য করুন, দয়া করে সাহায্য করুন। ইয়া কারিম, ইয়া রাহমানুর রহিম দয়া করে সাহায্য করুন। আপনি আমাদের রক্ষাকর্তা, দয়া করে রক্ষা করুন। দয়া করে রক্ষা করুন এবং তাদেরকে (ফিলিস্তিনিদের) বিজয়ী বানান। আমিন। এরকমটা (ইসরাইলের আগ্রাসন) সহ্য করা যায় না। দয়া করে আল্লাহ তাদের বাঁচান। এদিকে, গাজাবাসীর কষ্টে মন...