চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত হয়েছেন এক বাংলাদেশি। শনিবার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ মো. শহিদুল ইসলাম (২২) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাগিচাপাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, স্বজনদের সহযোগিতায় উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে তাকে মেডিকেলের ২নং সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক বলেন, গত রাত ২টার দিকে আজমতপুর সীমান্তে গুলির শব্দ পেয়েছে স্থানীয়রা। পরে সকালে জানা যায় বিএসএফের গুলিতে শহিদুল নামে...
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি
মাদারীপুরে গাছের সাথে শত্রুতা
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে হেদায়েত হাওলাদার নামে এক ব্যক্তির গাছের বাগানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে চাঁনমিয়া হাওলাদারের বিরুদ্ধে। এতে ৯০টির বেশি গাছ পুড়ে গেছে। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে কালিকাপুর ইউনিয়ন দক্ষিন দুধখালী এলাকায় এই ঘটনা ঘটে। বাগান মালিক ও স্থানীয় সূত্রে জানা যায়, হেদায়েত হাওলাদার চার বছর আগে দক্ষিন দুধখালী এলাকায় ১৮ শতাংশ জমিতে ২ শতাধিক চারা কাঠ গাছ রোপন করেন। পাশের জমি তার চাচাতো ভাই চাঁনমিয়া হাওলাদারের। শুক্রবার পাশের জমির কচুরিপানা পরিস্কার করতে সেখানে আগুন দেন চানমিয়ার শ্রমিকরা। বাগান মালিক হেদায়েত হাওলাদারের দাবি, ক্ষতির উদ্দেশ্যে তার বাগানের গাছ পুড়িয়ে দিয়েছে চাঁন মিয়া। তিনি বলেন, আমার সাথে তার দ্বন্দ্ব ছিলো। সেই জের ধরেই আমার বাগান পুড়িয়ে প্রায় কোটি টাকার ক্ষতি...
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
রাজবাড়ী প্রতিনিধি
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে আটকা পড়েছে ছোট-বড় ২টি ফেরি। আজ শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। এতে দুর্ভোগে পড়েছে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও যানবাহন। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, শনিবার সকাল ৭টা থেকে কুয়াশার কারণে এ নৌ-রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। সাড়ে ৭ টার দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। এ সময় মাঝ নদীতে আটকে পড়েছে ছোট-বড় ২টি ফেরি। দৌলতদিয়া ঘাট শাখার ম্যানেজার মো.সালাউদ্দিন বলেন, দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ...
মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত ২, নিখোঁজ একাধিক
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে অন্তত দুই জন নিহত ও একজন আহত হয়েছেন। শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. আলামিন সংবাদ মাধ্যমকে জানান, নিহতরা হচ্ছেনঅদুদ বেপারী (৩৫) ও নাঈম (৩০)। তাদের দুজনেরই বাড়ি গজারিয়ার গুয়াগাছিয়ায়। আলামিন বলেন, রাতের অন্ধকারে দ্রুতগতির একটি স্পিডবোট নদীতে নোঙর করে রাখা বাল্কহেডে ধাক্কা দিলে এ সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত হয়েছেন। তিনি বলেন, স্পিডবোটে ১০-১২ জন ছিলেন বলে জানতে পেরেছি। কয়েকজন এখনো নিখোঁজ রয়েছে। গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার বলেন, দুর্ঘটনাকবলিত তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুইজনকে মৃত অবস্থায় আনা হয়। বাকি একজনের অবস্থা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর