মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে সব ধরনের বিদেশি গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় বুধবার (বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ২টা) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। ট্রাম্প বলেন, বাণিজ্যের ক্ষেত্রে কখনো কখনো বন্ধুরা শত্রুর চেয়েও বেশি ক্ষতি করতে পারে। তিনি উল্লেখ করেন, দক্ষিণ কোরিয়া ও জাপানে উৎপাদিত গাড়িগুলোর অধিকাংশই তাদের নিজ দেশে বিক্রি হয়, যেখানে যুক্তরাষ্ট্রের গাড়ি বিক্রির হার অত্যন্ত কম। নতুন শুল্ক নীতির বিষয়ে ট্রাম্প বলেন, যে কোনো দেশে তৈরি মোটরযানের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে, এবং এটি আজ মধ্যরাত থেকেই কার্যকর হবে। তিনি এই দিনটিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস হিসেবে আখ্যা দেন এবং বলেন, এটি আমেরিকান শিল্পের পুনর্জন্ম ও আমেরিকাকে আবার সমৃদ্ধ করার দিন...
বিদেশি গাড়ি আমদানিতে ২৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
অনলাইন ডেস্ক

বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক

নতুন করে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর বাড়তি শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই সিদ্ধান্তে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৩৭ শতাংশ করা হয়েছে। যেখানে এতদিন বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ করে শুল্ক ছিল যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এই শুল্ক নীতিকে অনেক দেশ বাণিজ্য যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে। বুধবার (২ এপ্রিল) ওয়াশিংটনের স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় বুধবার দিনগত রাত ২টা) হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন করে এ শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের একটি বড় অংশ রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে বছরে বাংলাদেশের রপ্তানি হয় প্রায় ৮ দশমিক ৪ বিলিয়ন (৮৪০ কোটি) ডলার, যা প্রধানত তৈরি পোশাক। গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি দাঁড়ায় ৭ দশমিক ৩৪...
বেজোস'কে পেছনে ফেলেছেন জাকারবার্গ, আদানির অবস্থান কত?
অনলাইন ডেস্ক

ফোর্বস বিলিয়নিয়ারস-২০২৫ এর তালিকা প্রকাশিত হয়েছে। তালিকায় টেসলার সিইও ইলন মাস্ক ৩৪২ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির স্থান ধরে রেখেছেন। অন্যদিকে আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তার সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ২১৬ বিলিয়ন ডলার। যেখানে জেফ বেজোসের মোট সম্পদ দেখানো হয়েছে ২১৫ বিলিয়ন ডলার। এদিকে ভারতের অন্যতম ধনকুবের গৌতম আদানির অবস্থান গত বছরের তুলনায় পিছিয়ে দাঁড়িয়েছে ২৮-এ। এ বছর গৌতম আদানির সম্পদ দেখানো হয়েছে ৫৬ দশমিক ৩ বিলিয়ন। গত বছর যার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছিলো ৮৪ বিলিয়ন ডলার, অবস্থান ছিল ১৭তম। ২০২৩ সালে গৌতম আদানির সম্পদমূল্য ছিলো ৪৯ দশমিক ৭ বিলিয়ন, ফলে ফোর্বসের ধনীদের তালিকায় তর অবস্থান ছিলো ২৪তম। এছাড়া সমপরিমাণ আয় নিয়ে একই অবস্থান ভাগাভাগি...
মিয়ানমারে জান্তার যুদ্ধবিরতির ঘোষণা
অনলাইন ডেস্ক

স্মরণকালের ভয়াবহ এক ভূমিকম্পে মিয়ানমারে প্রাণহানির সংখ্যা বৃদ্ধি ও বেঁচে যাওয়া লোকজনের বাঁচানোর জন্য মরিয়া দেশটির জান্তা সরকার। ঠিক এমন সময়ই সাময়িক যুদ্ধিবিরতির ঘোষণা দিয়েছে দেশটির জান্তা সরকার। ভূমিকম্পে বিপর্যস্ত দেশটিতে ত্রাণ সহায়তা ও উদ্ধার প্রচেষ্টা জোরদার করার লক্ষ্যে এই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে জান্তা। বুধবার (২ এপ্রিল) ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে দেশজুড়ে বিদ্রোহীদের সঙ্গে জান্তার যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার তথ্য জানানো হয়েছে। এএফপি বলেছে, গত শুক্রবারের ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প মিয়ানমারজুড়ে হাজার হাজার ভবন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। এই ভূমিকম্পে প্রায় ৩ হাজার মানুষ নিহত ও হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। এদিকে দেশটির সামরিক সরকার বলেছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সব এলাকায় ত্রাণ প্রচেষ্টা সহজতর করার লক্ষ্যে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর