চীনে গত বছর বিয়ের নিবন্ধন এক-পঞ্চমাংশ কমে গেছে। চীন সরকার নানা উদ্যোগ নিয়েও তরুণতরুণীদের মধ্যে বিয়ের হার বাড়াতে পারছে না। গত বছর দেশটিতে বিয়ের হার কমেছে ১০ শতাংশ, যা ১৯৮০ সালের পর সবচেয়ে বড় পতন। সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় বলছে, গত বছর দেশটিতে ৬১ লাখ তরুণ-তরুণী বিয়ে করেছে। ২০২৩ সালে এ সংখ্যা ছিল ৭৬ লাখ, যা আগের বছরের তুলনায় ২০ দশমিক ৫ শতাংশ কম। একই সময়ে বিবাহবিচ্ছেদের হার ১ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৮ লাখ ২০ হাজারে। উইসকন ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের জনতত্ত্ববিদ ই ফুশিয়ান বলেন, এটা অপ্রত্যাশিত। করোনা মহামারির সময়েও বিয়ের হার এতটা কমেনি। তখন বিয়ের হার কমেছিল মাত্র ১২ দশমিক ২ শতাংশ। চীনের এই জনতত্ত্ববিদ আরও বলেন, এই প্রবণতা অব্যাহত থাকলে চীন সরকারের রাজনৈতিক ও অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা...
বিয়ের প্রতি অনীহা কমছেই না চীনা তরুণ-তরুণীদের
অনলাইন ডেস্ক
![বিয়ের প্রতি অনীহা কমছেই না চীনা তরুণ-তরুণীদের](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739259437-2e89f30bf4b41ac64f0221729ca85ed1.jpg?w=1920&q=100)
ভারতে সেবা দেবে মার্কিন হাসপাতাল, বিশাল বিনিয়োগ আদানির
অনলাইন ডেস্ক
![ভারতে সেবা দেবে মার্কিন হাসপাতাল, বিশাল বিনিয়োগ আদানির](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739258668-2a0e5769ed4d28c6206b4a3fb55bc3aa.jpg?w=1920&q=100)
ভারতের শীর্ষ শিল্পগোষ্ঠী আদানি গ্রুপ মুম্বাই ও আহমেদাবাদে উন্নতমানের স্বাস্থ্যসেবা ও মেডিকেল শিক্ষার সুযোগ তৈরি করতে আদানি হেলথ সিটি প্রকল্পের অধীনে দুটি বৃহৎ স্বাস্থ্যকেন্দ্র চালু করতে যাচ্ছে। ৬ হাজার কোটি রুপি (প্রায় ৮ হাজার কোটি টাকা) বিনিয়োগে নির্মিতব্য এই স্বাস্থ্যকেন্দ্রগুলোর জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক মায়ো ক্লিনিক গ্লোবাল কনসালটিং-এর সঙ্গে চুক্তি করেছে আদানি গ্রুপ, যা প্রযুক্তিগত সহায়তা ও চিকিৎসা উন্নয়নে পরামর্শ দেবে। প্রতিটি আদানি হেলথ সিটি ক্যাম্পাসে থাকবে ১ হাজার শয্যার মাল্টি-সুপার-স্পেশালিটি হাসপাতাল এবং একটি মেডিকেল কলেজ। এখানে প্রতি বছর ১৫০ জন স্নাতক, ৮০ জন আবাসিক চিকিৎসক ও ৪০ জনের বেশি ফেলো শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। এছাড়া, পুনর্বাসন সুবিধা, ট্রানজিশনাল কেয়ার এবং অত্যাধুনিক গবেষণা কেন্দ্রও থাকবে। গৌতম আদানি জানান,...
ভারতে মুসলিম বিদ্বেষ বেড়েছে ৭৪ শতাংশ: জরিপের ফলাফল
অনলাইন ডেস্ক
![ভারতে মুসলিম বিদ্বেষ বেড়েছে ৭৪ শতাংশ: জরিপের ফলাফল](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739258163-0a761f14e187470718f262ed86c9927c.jpg?w=1920&q=100)
ওয়াশিংটন ডিসিভিত্তিক সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট-এর একটি প্রকল্প ইন্ডিয়া হেট ল্যাব জানিয়েছে, ২০২৪ সালে ভারতে ১ হাজার ১৬৫টি সংখ্যালঘুবিদ্বেষী বক্তব্যের ঘটনা নথিবদ্ধ করে। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৬৬৮টি। রাজনৈতিক সমাবেশ, ধর্মীয় সভা, প্রতিবাদ মিছিল ও সাংস্কৃতিক জমায়েতের মতো জায়গায় এসব বক্তব্য লক্ষ্য করা যায়। এতে ভারতে মাত্র এক বছরেই মুসলিমসহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুর প্রতি বিদ্বেষমূলক বক্তব্য ৭৪ শতাংশ বেড়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ঘৃণা ছড়ানো বক্তব্যগুলোর ৯৮ দশমিক ৫ শতাশই সংখ্যালঘু মুসলিমদের লক্ষ্য করে করা হয়েছে। এ ধরনের বিদ্বেষমূলক বক্তব্য বাড়ার প্রবণতাকে ভীষণ উদ্বেগজনক বলে উল্লেখ করেছে ইন্ডিয়া হেট ল্যাব। ইন্ডিয়া হেট ল্যাব তাদের প্রতিবেদনে বলেছে, আসল ঘটনা হলো ২০২৪ সাল ছিল ভারতে জাতীয় নির্বাচনের বছর। ১৯...
ট্রাম্প-মোদির বৈঠকে থাকছে যেসব বিষয়
অনলাইন ডেস্ক
![ট্রাম্প-মোদির বৈঠকে থাকছে যেসব বিষয়](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739253905-7fffb663120dd173020ed4b9bc223583.jpg?w=1920&q=100)
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হতে যাচ্ছে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি)। এমন এক সময়ে এই বৈঠক হতে যাচ্ছে, যখন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। এদিকে, গত ৭ ফেব্রুয়ারি ১০৪ ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠায় দেশটি। তাদের হাতকড়া ও পায়ে শিকল থাকায় বিশ্বব্যাপী সমালোচনা শুরু হয়। ট্রাম্প-মোদির আসন্ন বৈঠকের আলোচনায় অভিবাসন নীতি, নিরাপত্তা সহযোগিতা এবং বাণিজ্য ইস্যু থাকবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এছাড়া, চীনকে মোকাবিলায় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) বিকল্প হিসেবে ভারতমধ্যপ্রাচ্যইউরোপ অর্থনৈতিক করিডোর (আইএমইসি) প্রকল্প প্রাধান্য পাবে। যা ভারত থেকে মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপ পর্যন্ত বিস্তৃত। এনডিটিভি বলছে, ঋণের-ফাঁদ কূটনীতির...
সর্বশেষ
সর্বাধিক পঠিত