মানিকগঞ্জে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কালিতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবদুল বারেক জেলার শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের ছোট কোকরন্ড গ্রামের বাসিন্দা। তিনি আরুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। পারিবার জানায়, আবদুল বারেক ওএমএস ডিলার ছিলেন। পাশাপাশি নদীতে মাছ ধরতেন। গত ৭ জানুয়ারি পদ্মায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। শনিবার সকালে কালিতলা এলাকার ভাসমান রেস্টুরেন্টের সঙ্গে তার মরদেহ আটকে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা পরিচয় শনাক্ত করে। ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জয়নাল আবেদীন বলেন, কয়েক দিন আগে তিনি পদ্মায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। সকালে তার মরদেহ হরিরামপুরে পাওয়া গেছে বলে শুনেছি।...
পদ্মা নদীতে মিললো সাবেক ইউপি সদস্যের মরদেহ
অনলাইন ডেস্ক
থানা থেকে আসামি ছিনতাই: বিএনপির ১৭০ কর্মীর নামে মামলা
অনলাইন ডেস্ক
মুন্সিগঞ্জের শ্রীনগর থানা হাজত থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। আসামি করা হয়েছে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৩১ জনের নামে। এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের আরও ১৭০ জনকে অজ্ঞাতনামা করে মোট ২০১ জনকে আসামি করা হয়েছে। আজ শনিবার (১১ জানুয়ারি) বেলা দেড়টার দিকে শ্রীনগর থানার উপপরিদর্শক আবদুর রাজ্জাক বাদী হয়ে এ মামলা দায়ের করেন। শ্রীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, মামলায় উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন মৃধা, সদস্য সচিব মামুনুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমদাদুল হক, ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলামসহ ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের আরও ১৬০ থেকে ১৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদেরকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।...
পাটগ্রাম সীমান্তে বিজিবি পতাকা বৈঠকে সাড়া দেয়নি বিএসএফ
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শূন্য রেখায় কাঁটাতারের দেড় কিলোমিটার জায়গায় বেড়া দিলো বিএসএফ। এর পর বিজিবি বাধা প্রদান করলে বিএসএফ কাজ বন্ধ রাখেন। শনিবার (১১ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত ৫১ বিজিপির পক্ষ থেকে পর পর তিন বার পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান করলে তারা সাড়া দেয় নি। এর আগে শনিবার সকালে দহগ্রাম সীমান্তে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেন। জানা যায়, গত শুক্রবার (১০ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশ-ভারত প্রধান পিলার ডিএমপি ৮ নম্বরের উপ-পিলার ৪৭ থেকে ৩৭ নম্বর সীমান্তের প্রায় অর্ধ কিলোমিটারের মধ্যে বিএসএফ ভারতীয় ৩০ থেকে ৩৫ জন নির্মাণ শ্রমিককে দিয়ে লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি খুঁটির মধ্যে প্রায় ৪ ফুট উঁচু কাঁটাতারের বেড়া স্থাপন করে। এমন...
চট্টগ্রামে সিইপিজেড এলাকায় শ্রমিকদের সংঘর্ষ, আহত ১২
অনলাইন ডেস্ক
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) দুটি কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) সকালে জেএমএস ও মেরিনকো কারখানার শ্রমিকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জেএমএস কারখানার শ্রমিকরা গত কয়েকদিন ধরে বেতন-ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করছিলেন। সমঝোতার পর শনিবার সকালে কারখানাটি পুনরায় চালু হয়। এদিকে, সকালেই মেরিনকোর শ্রমিকরা দাবি আদায়ে আন্দোলন শুরু করে কারখানা থেকে বেরিয়ে আসেন। এ সময় তাদের ছোড়া ঢিলে জেএমএস কারখানার জানালার কাঁচ ভাঙলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর দুই কারখানার শ্রমিকরা পাল্টাপাল্টি ধাওয়া ও পাথর নিক্ষেপে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর