জাতীয় দলের হয়ে ওয়ানডে ক্রিকেটে এখনো অভিষেক হয়নি পারভেজ হোসেন ইমনের। শোনা যাচ্ছে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির ঘোষিত দলে জায়গা হয়েছে এই ওপেনারের। ঘোষণার পর কেনো তাকে দলে নেওয়া হলো তার ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেন, পারভেজ হোসেন ইমনকে নিয়ে আপনারা বলতে পারেন আহামরি কোনো পারফরম্যান্স নেই তার। কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে মনে হয়েছে আমরা যে জিনিসটা খুঁজছি বিশেষ করে সাদা বলের ক্রিকেটে, পাওয়ারপ্লেতে আগ্রাসী-ইমপ্যাক্টফুল ব্যাটিং, সে জিনিসটা তার মধ্যে আছে। তিনি বলেন, ব্যাকআপ হিসেবেই ডাকা হয়েছে ইমনকে, যদি কোনো কারণে দুজন ওপেনারের মধ্যে তাকে থার্ড চয়েজ হিসেবে নিতে হয়, একই টেম্পোতে একই আগ্রাসনে সে ব্যাট করতে পারবে। তার যেটা আমাদের আকৃষ্ট করেছে, কখনই মনে হয়নি- এটা (দলে জায়গা পোক্ত করার) অপরচুনিটি, কিছু রান করতে হবে। দলকে...
কেন অভিষেক না হওয়া ইমন যাচ্ছেন চ্যাম্পিয়নস ট্রফি খেলতে
নিজস্ব প্রতিবেদক
নেইমারের জন্য মিনিটে যতো টাকা গুণতে হয়েছে আল হিলালকে
অনলাইন ডেস্ক
ব্রাজিলিয়ান তারকা নেইমারের প্রতিভা একসময় ঈর্ষান্বিত করতো প্রত্যেক খেলোয়াড়কে। কিন্তু ইনজুরির কারণে নিজের ক্যারিয়ারের বেশি সময় মাঠের বাইরেই থাকতে হয়েছে এই তারকা এই ফরোয়ার্ডকে। ২০২৪ সালে বলতে গেলে পুরোটা সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। আল হিলালের হয়ে মাত্র ২টি ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। বদলি হিসেবে মাঠে নেমে খেলেছেন মোটে ৪২ মিনিটে। আর এই ৪২ মিনিটে খেলেই নেইমার যে পরিমাণ অর্থ পেয়েছেন তা জানলে যে কারও চোখ কপালে উঠতে বাধ্য। নেইমার ইনজুরিতে পড়লেও তাকে বেতন চালিয়ে যেতে হয়েছে আল হিলালকে! ফ্রান্সের সংবাদমাধ্যম ফুট মেরকাটোর তথ্য অনুযায়ী, গত বছর ৪২ মিনিট খেলেই ১০ কোটি ১০ লাখ ইউরো আয় করেছেন নেইমার। তার মানে প্রতি মিনিট মাঠে থাকার জন্য নেইমার পেয়েছেন প্রায় ২৪ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা ৩০ কোটি টাকার ওপরে। হিসাবটা যদি সেকেন্ডে করা হয়, তাহলে আল...
হোঁচট খেয়েও ম্যাচে ফিরলো সিলেট
অনলাইন ডেস্ক
শুরুতে উইকেট হারিয়ে ধাক্কা খেয়েও জাকির হাসান-রনি তালুকদারের ফিফটিতে প্রতিপক্ষকে ১৮৩ রানের লক্ষ্য দিয়েছে সিলেট স্ট্রাইকার্স। আজ রোববার (১২ জানুয়ারি) দলীয় ১৫ রানে ২ ব্যাটারকে হারিয়ে নিজেদের মাঠে চাপে পড়ে সিলেট। যদিও তৃতীয় উইকেটে ১০৬ রানের দুর্দান্ত জুটি গড়ে দলকে বড় রানের ভিত গড়ে দেন রনি তালুকদার ও জাকির হাসান। ওপেনার রনি ৫ চার ও ২ ছক্কায় ৫৬ রানে আউট হলেও জাকিরের ব্যাট হাসতেই থাকে। শেষদিকে অ্যারন জোন্স ও অধিনায়ক আরিফুল হকের সঙ্গে দুটি বিশোর্ধ্ব জুটি গড়ে দলকে ৫ উইকেটে ১৮২ রানের সংগ্রহ এনে দেন জাকির। অধিনায়ক আরিফুল ৩৩৩.৩৩ স্ট্রাইকরেটে ৩ ছক্কায় জোন্সের ২০ রানের বিপরীতে ২১ রান করেছেন। অন্যদিকে চারে নেমে অপরাজিত ৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন জাকির। ১৬৩.০৪ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজিয়েছেন ৩ চার ও ৬ ছক্কায়। এইদিন খুলনার হয়ে ২টি করে উইকেট নিয়েছেন আবু...
খুলনার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট সিলেটের
অনলাইন ডেস্ক
বিপিএলে আজ প্রথম খেলায় টসে জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠিয়েছে খুলনা। শেষ খবর পাওয়া পর্যন্ত ২ উইকেট হারিয়ে ২১ রান সংগ্রহ করেছে সিলেট। ইতোমধ্যে ৬ ওভার শেষ হয়েছে। এর আগে ১৩তম ম্যাচে দিনের প্রথম খেলায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। রোববার (১২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বেলা দেড়টায়। সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস ও গাজী টিভিতে। নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নেমেছে খুলনা। এর আগের তিন ম্যাচে দুইটি জয় ও একটি হার রয়েছে তাদের। অপর দিকে সিলেটের এটি পঞ্চম ম্যাচ। আগের চারটার মধ্যে তিনটিতেই হেরেছে তারা। একাদশে দুটি পরিবর্তন এনেছে টাইগার্সরা। খুলনার হয়ে খেলবেন দারউইশ রাসুলি এবং জিয়াউর রহমান।গত ম্যাচ জেতা সিলেট একাদশে পরিবর্তন এনেছে একটি। আল আমিন হোসেনর বদলে খেলবেন রুয়েল মিয়া। সিলেট...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর