নওগাঁয় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর। মঙ্গলবার (১১ মার্চ) দুপুর দেড়টার দিকে নওগাঁ বগুড়া বাইপাস সড়কের খলিশাকুড়ী নামক স্থানে এই ঘটনা ঘটে। নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, মোটরসাইকেলযোগে তারা দুজন (স্বামী-স্ত্রী) নওগাঁ শহরের দিকে আসছিলেন। বগুড়া বাইপাস সড়কের খলিশাকুড়ী নামক স্থানে পৌঁছালে বগুড়া অভিমুখী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের শনাক্তের চেষ্টা চলছে। news24bd.tv/এআর
নওগাঁয় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দম্পতির
অনলাইন ডেস্ক

সারাদেশে ইট উৎপাদন বন্ধের হুশিয়ারি
টাঙ্গাইল প্রতিনিধি

৭ দফার দাবি না মানলে আগামী ২৫ মার্চ থেকে পরবর্তী ১৫ দিন সারা দেশে ইট বিক্রি বন্ধ ঘোষণা করা হয়েছে। এরপরেও দাবি বাস্তবায়িত না হলে আগামী বছর থেকে দেশের সকল ইটভাটার ইট উৎপাদন বন্ধের হুশিয়ারি দেন সংগঠনের নেতারা। মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন বাংলাদেশ ইট প্রস্তুতকারি সমিতির সভাপতি ফিরোজ হায়দার খান। এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থান থেকে ইট ভাটার মালিক ও শ্রমিকরা জেলা সদর এলাকায় জড়ো হয়। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কাযালয়ে সমাবেশ করে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ ইট প্রস্তুতকারির মালিক সমিতির নেতৃবৃন্দ। এদিকে সমাবেশে মালিক সমিতির নেতারা বলেন এই শিল্পের সাথে প্রায় ৫০ লাখ শ্রমিক কাজ করছে।...
রংপুরে পাঁচ বছর আগের হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
রংপুর প্রতিনিধি

রংপুরে পাঁচ বছর আগের একটি হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, রংপুরের কাউনিয়া উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুল বাতেনের ছেলে শহিদুল ইসলাম, গদাধর গ্রামের আইয়ুব আলীর ছেলে রাসেল মিয়া, মহেশা গ্রামের শাহাজামালের ছেলে ইউনুস আলী এবং শ্যামপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মামুন মিয়া। এসময় তারা আদালতে উপস্থিত ছিলেন। মামলা সূত্রে জানা গেছে, আসামি শহিদুল ইসলামের সঙ্গে মহেশা গ্রামের খোরশেদ আলমের পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল। ২০২০ সালের ২০ মার্চ রাতে কাউনিয়ার ভরসা কোল্ড স্টোরেজ থেকে ডেকে এনে মহেশা গ্রামের মীরবাগ ডিগ্রি...
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সাড়ে তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
গাজীপুর প্রতিনিধি

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গী হোসেন মার্কেট এলাকায় একটি কারখানার শ্রমিকরা ঢাকাময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন, পরে দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। এতে এ পথে চলাচলকারী যাত্রী, চালক ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়ে। অনেকেই পায়ে হেঁটেই নিজ নিজ গন্তব্যে ফিরছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আশেপাশের বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পুলিশ জানায়, টঙ্গীতে বিএসআইএস অ্যাপারেলস নামের কারখানায় গত ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন গতকাল সোমবার দেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত তারিখে বেতন পরিশোধ না করায় মঙ্গলবার সকালে আন্দোলনে নামেন শ্রমিকরা। এ সময় তারা বিক্ষোভ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর