ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর অপু বিশ্বাসের সুখের ঘাটতি হতে শুরু করে, তা অনেকটাই অনুমেয় তাদের অনুরাগীদের কাছে। তবে এই নায়িকা মনে করেন, জীবনে যা কিছুই ঘটুক না কেন, সুখে থাকতে হলে যেকোনো ব্যাপারেই প্রত্যাশা থামাতে হবে। সম্প্রতি সামাজিক মাধ্যমে অপু বিশ্বাসের এক সাক্ষাৎকারের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে অপুকে সুখে থাকার করণীয় কি, সে প্রসঙ্গে কথা বলতে শোনা যায়। এই ঢালিউড কুইন তখন বলেন, আমার কাছে মনে হয় যে সুখে থাকার জন্য একটা মানুষকে যেকোনো জায়গায় মানিয়ে নিতে হয়। তাহলেই সুখটা সম্পূর্ণভাবে চলে আসে। প্রত্যাশাটা না বাড়িয়ে কিংবা প্রত্যাশাটা না রাখাই ভালো। অপু বিশ্বাসের সেই কথা ছড়িয়ে পড়ার পর তার অনুরাগীরা নায়িকার সঙ্গে একমত পোষণ করেন। অনেকে এটিকে উপদেশ হিসেবেও সাদরে গ্রহণ করে নিয়েছেন।...
সুখে থাকার উপায় জানালেন অপু বিশ্বাস
নিজস্ব প্রতিবেদক
ফের উত্তাপ ছড়ালেন জয়া
নিজস্ব প্রতিবেদক
জয়া আহসান। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী তিনি। ঢালিউড, টালিউড পেরিয়ে বলিউডের নামকরা অভিনয়শিল্পীর মাঝে নিজের নামও লিখিয়েছেন নিয়েছেন জয়া। সামাজিক মাধ্যমে বেশ সরব তিনি। প্রতিনিয়তই নতুন নতুন লুকে ধরা দেন এই অভিনেত্রী। কয়দিন আগে জামদানিতে ফটোশ্যুট করে বেশ আলোড়ন সৃষ্টি করেছিলেন জয়া। এবার নতুন লুকে ধরা দিলেন তিনি। আজ মঙ্গলবার জয়া আহসান তাঁর ফেসবুকে পোস্ট করেছেন রেড হল্টার নেক ইভিনিং গাউনের সাতটি ছবি। ভালোবাসার ইমোজি দিয়ে ক্যাপশনে জয়া লিখেছেন, সন্দেহের ছায়ায়। জয়ার পোস্ট করা এসব ছবিতে এক ঘণ্টায় চার হাজারের মতো রিঅ্যাকশন পড়েছে। মন্তব্য পড়েছে পাঁচ শতাধিক। ভক্তদের অনেকে জয়ার পোস্ট করা এসব স্থিরচিত্র তাঁদের ফেসবুক ওয়ালেও শেয়ার করেছেন। জানা গেছে, ফেসবুকে জয়ার পোস্ট করা এসব ছবি তোলা হয়েছে কলকাতায়। তবে এ মুহূর্তে জয়া আহসান আছেন পাবনায়। সেখানে তিনি...
জয় বললেন 'আমি এখন জিম্মি'
নিজস্ব প্রতিবেদক
আলোচিত সমালোচিত ছোট ও বড় পর্দার অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। অভিনয়ে, নির্মাণে, উপস্থাপনায়-নিজেকে প্রমাণ করে চলেছেন আড়াই দশক ধরে। শোবিজে ২৫ বছর পথচলা উপলক্ষে সামাজিকমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন জয়। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, অভিনয় ক্যারিয়ারের ২৫ বছর পার করলাম। নানান উত্থান পতন সাফল্য এবং ব্যর্থতায় যা অর্জিত হয়েছে তা হচ্ছে অভিজ্ঞতা। মাঝে আলোচিত উপস্থাপক হওয়ার কারণে প্রচুর দর্শক পরিচিতির পাশাপাশি পেয়েছি আপনাদের অজস্র অভিমান। আহ যদি শুধু অভিনেতা ই হতে পারতাম! তাহলে হয়তো শুধু ভালবাসাটাই পেতাম। অভিমান আর ঘৃণা না পেলে জীবনটা আরো মধুর হত। এক জীবনে শত জীবনের বৈচিত্র নেওয়ার সুযোগ অভিনয় ছাড়া আর কোন কাজে নেই। আমি এখন জিম্মি। বলেন তো জিম্মি কি?...
জন্মের পরই এরা আলোচনায়, এ বছরই অভিষেক, কে কার সন্তান
অনলাইন ডেস্ক
বিনোদন জগতে স্বজনপ্রীতির বিতর্ক পুরনো এবং অনেক ক্ষেত্রে অভিযোগগুলো যথার্থ। তবে শিক্ষকের সন্তান শিক্ষক, চিকিৎসকের সন্তান চিকিৎসক, ইঞ্জিনিয়ারের সন্তান ইঞ্জিনিয়ার বা অন্য পেশাদারদের সন্তানের একই পেশায় আসা নিয়ে স্বজনপ্রীতির বিতর্ক তেমন একটা হয় না। যত বিতর্কই হোক, তারকাদের পুত্র-কন্যারা যে সিনেমায় যুক্ত হবেন, তা আর নতুন কী। ২০২৫ সালেও বেশ কিছু তারকা সন্তানকে পর্দায় দেখা যাবে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে সাত তারকা সন্তানের খবর। শানায়া কাপুর: সঞ্জয় কাপুর-মাহিপ কাপুরের মেয়ে শানায়া। তিনি জাহ্নবী ও খুশি কাপুরের চাচাতো বোন। ২০২২ সালে তাঁর প্রথম সিনেমার নাম ঘোষিত হয়। তবে নানা জটিলতায় আসেনি ছবিটি। পরে জানা যায়, বেধড়ক নামে ছবিটি স্থগিত হয়েছে। চলতি বছর বিক্রান্ত ম্যাসির বিপরীতে আঁখো কী গুস্তাখিয়াঁ ছবিতে দেখা যাবে তাকে। ইব্রাহিম...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর