জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের শুনানির দিন আজ ধার্য রয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) পাঁচ সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট মো. মাকসুদ উল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) তৃতীয় দিনের শুনানি শেষে মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিন ধার্য করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ। ১১ নভেম্বর বেগম খালেদা জিয়াকে আপিলের অনুমতি দিয়ে হাইকোর্টের দেওয়া সাজার কার্যকারিতা স্থগিত করেছিলেন আপিল বিভাগ। পরে খালেদা জিয়া আপিল করেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো....
অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিল শুনানি আজ
অনলাইন ডেস্ক
শেখ হাসিনার ভয়েস রেকর্ডিংয়ের সত্যতা যাচাইয়ে বিটিআরসি ও সিআইডিকে নির্দেশ
জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ সহযোগীদের কিছু গুরুত্বপূর্ণ ভয়েস রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা এই বিষয়ে আদালতের নির্দেশনা চেয়ে একটি আবেদন করেন। এরপর আদালত সিআইডি এবং বিটিআরসি কর্তৃপক্ষকে ভয়েস রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করার নির্দেশ দেন। আইসিটির চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ আজ এই আদেশ দেন। বেঞ্চের অপর দুই বিচারপতি হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি এম মহিতুল হক আনাম চৌধুরী। এর আগে আদালতে প্রসিকিউটর তানভীর হাসান জোহা বলেন যে তারা বিভিন্ন উৎস থেকে শেখ হাসিনা এবং...
সারাদেশে কত কোর্টে লোহার খাঁচা, জানতে চেয়েছেন হাইকোর্ট
অনলাইন ডেস্ক
এখনো সারা দেশের অধস্তন আদালতের কতটি কোর্ট রুমে লোহার খাঁচা আছে তার তালিকা চেয়েছেন হাইকোর্ট। এছাড়া কোন কোন আদালত থেকে খাঁচা সরানো হয়েছে, তাও জানতে চেয়েছেন উচ্চ আদালত। সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। চার সপ্তাহের মধ্যে আইন সচিবকে আদালতে অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান। পরে আইনজীবী শিশির মনির জানান, এখনো কোনো আদালতের লোহার খাঁচা রয়েছে এবং খাঁচা সরানো হয়েছে, সে বিষয়ে চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়া পরবর্তী শুনানির জন্য ১০ ফেব্রুয়ারি দিন রেখেছেন। আদালতের এজলাস কক্ষ থেকে লোহার খাঁচা অপসারণের নির্দেশনা চেয়ে গত বছরের ২৩ জানুয়ারি সুপ্রিম কোর্টের ১০...
অন্তর্বর্তী সরকারের শপথকে চ্যালেঞ্জ করা রিট খারিজ
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১৩ জানুয়ারি) সকালে বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এআদেশদেন। এসময় আদালত মন্তব্য করেন, দেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ হিসেবে মেনে নিয়েছে, তাই এ বিষয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। এছাড়া আন্তর্জাতিক মহলও অন্তর্বর্তী সরকারকে মেনে নিয়েছে, সুতরাং এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। আদালত বলেন, সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের পর, জনগণের সম্মতি ও সমর্থনের ভিত্তিতেই এ সরকার বৈধভাবে কাজ করছে। তাই এ নিয়ে কোনো ধরনের বিতর্ক বা সংশয় থাকতে পারে না। এর আগে রিটকারীরা সুপ্রিম কোর্টের মতামত নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন, তবে আদালত তাদের আবেদন খারিজ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর