আদিবাসী ছাত্র-জনতার ওপর সম্প্রতি নৃশংস হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছে সংক্ষুব্ধ ছাত্র-জনতা। ছাত্রদের দাবি, হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, হামলার ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা নেয়নি এবং হামলাকারীদের এখনো গ্রেপ্তার করা হয়নি। তারা আরও দাবি করেন, আদিবাসী সম্প্রদায়ের ওপর নিপীড়ন ও বৈষম্য বন্ধ করতে হবে এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় সরকারের সুস্পষ্ট পদক্ষেপ নিতে হবে।
বিক্ষোভের পর ছাত্ররা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে একটি যাত্রা শুরু করবে বলে জানায়। তারা এদিন প্রশাসনের কাছে তাদের দাবি তুলে ধরে একটি প্রতিবাদ কর্মসূচি পালন করবেন বলেও জানানো হয়েছে।
গতকাল ১৫ জানুয়ারি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর সামনে আদিবাসী ছাত্র জনতা এবং স্টুডেন্ট ফর সভারেন্টি গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হন। বিক্ষোভকারীরা নবম-দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের বইয়ের পেছনের প্রচ্ছদে 'আদিবাসী' শব্দটি বাতিল বা বহালের বিষয়ে দু’পক্ষের অবস্থান নিয়ে এনসিটিবি ঘেরাও কর্মসূচি পালন করেন। পরে দুপক্ষের হাতাহাতি তুমুল সংঘর্ষে রূপ নেয়।