আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫৫ জনকে গ্রেপ্তার ও ৬৩টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান। তিনি জানান, সোমবার (৩ মার্চ) ২৪ ঘণ্টায় মহানগরের ৫০টি থানা এলাকায় ৬৬৭টি টহল টিম ও ৭১টি চেকপোস্ট বসিয়ে অভিযান চালান হয়। টহল টিমগুলোর মধ্যে মোবাইল পেট্রোল, ফুট পেট্রোল ও হোন্ডা পেট্রোল টিম ছিল। এ ছাড়া, সিটিটিসি, অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) ও র্যাবের টহল টিম এবং এপিবিএনের ২০টি চেকপোস্ট অভিযান চালায়। অভিযানে ১১ জন ডাকাত, ৩৩ জন ছিনতাইকারী, ৫ জন চাঁদাবাজ, ৯ জন চোর, ২৮ জন মাদক কারবারি, ১৭ জন পরোয়ানাভুক্ত আসামিসহ মোট...
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৫৫, মামলা ৬৩
অনলাইন ডেস্ক

অপারেশন ডেভিল হান্টে মোহাম্মদপুরে গ্রেপ্তার ১৯
অনলাইন ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে ছিনতাইকারী, ডাকাতসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ মার্চ) মোহাম্মদপুর থানা পুলিশ দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- সজিব (২৬), আল আমিন (২৪), সজিব (২৮), হীরা (১৯),শান্ত (২২), রায়হান (২১), মেহেদী হাসান (২২), রাসেল (২১), রানা (২৪), হোসেন (১৯), রাব্বি (১৯), সিয়াম (২০), সুজন (২৮,) ফারহান (২০), ফজলে রাব্বি (২০), ইমন (১৯), আল আমিন (১৯), সাব্বির (১৯) ও শাবনুর (২৭)। জানা যায়, সোমবার দিনগত রাতে মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, সক্রিয় ছিনতাইকারী, ডাকাত, চাঁদাবাজ, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেপ্তারকৃতদের...
রাজধানীতে চলন্ত গাড়িতে হঠাৎ আগুন, যা জানা গেল
অনলাইন ডেস্ক

রাজধানীর হাতিরঝিলে ব্রিজের ওপর একটি চলন্ত গাড়িতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০৪ মার্চ) দুপুর ১২টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হাতিরঝিলের ওভারপাসে একটি মাইক্রোবাসে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পরে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যানজটের সৃষ্টি হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম। লিমা খানম বলেন, রাজধানীর হাতিরঝিলে একটি ওভারপাসের ওঠার মুখে চলন্ত একটি গাড়িতে আগুন লাগে। দুপুর ১২ টা ২৫ মিনিটে খবর পাওয়ার পর তেজগাঁও স্টেশন থেকে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়। যানজটের কারণে গাড়ি ১টার দিকে পৌঁছায়। পরে ১টা ২০...
দূষণে শীর্ষে, এড়িয়ে চলবেন ঢাকার যে দুই এলাকা
নিজস্ব প্রতিবেদক

ঢাকা আবারও বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় উপরের দিকে অবস্থান করছে। এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী আজ মঙ্গলবার (৪ মার্চ) সকালে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে, যার স্কোর ১৫৯। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুদূষণ পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্যানুসারে, এ অবস্থানে ঢাকা বিশ্বের সপ্তম দূষিত শহর হিসেবে তালিকাভুক্ত হয়েছে। সকালে ঢাকার মধ্যে সবচেয়ে বেশি দূষিত বাতাস ছিল মিরপুরের ইস্টার্ন হাউজিং ও কল্যাণপুর এলাকায়। যথাক্রমে ২৩২ ও ২১৭ একিউআই স্কোর নিয়ে এই দুটি স্থান খুবই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। এছাড়া ঢাকার অন্যান্য দূষিত এলাকার মধ্যে রয়েছে মার্কিন দূতাবাস এলাকা (১৯৭), গুলশান ২-এর রব ভবন এলাকা (১৯১), মাদানি সরণির বেজ এজওয়াটার আউটডোর (১৬০), গুলশান লেকপার্ক (১৫৮) এবং পশ্চিম নাখালপাড়া সড়ক (১৫৪)। এসব এলাকাতেও বাতাসের মান...