বুধবার দিবাগত রাতে দুষ্কৃতির হাতে হামলার শিকার হন বলিউড অভিনেতা সাইফ আলি খান। এ ঘটনায় রীতিমতো আতঙ্কিত পুরো বলিউড। ছয়বার ছুরিকাঘাত করা হয়েছে সাইফকে। এদিকে বাবার রক্তাক্ত অবস্থা দেখে এক মিনিটও সময় নষ্ট করেননি ছেলে ইব্রাহিম আলি খান। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শরীরে ছুরিকাঘাতের ঘটনার পর পরই নায়ককে হাসপাতালে নিতে দেরি করেননি তার বড় ছেলে। এমন অবস্থায় বাবাকে নিয়ে তড়িঘড়ি করে টেম্পুতে উঠেই হাসপাতালের দিকে ছুটে যান ইব্রাহিম। কিন্তু নায়কের একাধিক বিলাসবহুল গাড়ি থাকতেও কেন তাকে টেম্পুতে নেওয়া হলো, সে নিয়ে তৈরি হয়েছে নানান প্রশ্ন। সাইফ যে গাড়ির বিষয়ে বেশ শৌখিন, সেটা অনেকেরই জানা। তার কালেকশনে যেসব গাড়ি রয়েছে, তা বলিউডের অনেকেরই নেই। সাইফের বান্দ্রার বাসভবনে রেঞ্জ রোভার ভোগ, মার্সিডিজ এস ক্লাস, অডি আর এইট, ল্যান্ড রোভার, ফোর্ড মুস্তাং জিটি-র...
যে কারণে অসুস্থ সাইফ আলিকে টেম্পুতে করে হাসপাতালে নিলেন ছেলে
অনলাইন ডেস্ক
হাসপাতাল থেকে অনুরাগীদের উদ্দেশে কী বার্তা দিলেন সাইফ?
নিজস্ব প্রতিবেদক
মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়িতেই ছুরিকাঘাতে আহত হন অভিনেতা সাইফ আলি খান। এই মুহূর্তে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি তিনি। জানা গেছে, অভিনেতার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এই খবর জেনে সকাল থেকেই নানা মহলে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। কেমন আছেন পতৌদি-শর্মিলার পুত্র? কী ভাবেই বা নিরাপত্তায় মোড়া ভিভিআইপির বাড়িতে ঢুকে চোর এমন সাংঘাতিক হামলা চালাল? নিছক ঢাকাতি নাকি অন্য কোনও কারণে হামলা, তা খতিয়ে দেখছে বান্দ্রা পুলিশ। তবে ইতিমধ্যেই সাইফ আলি খানের তরফে এ নিয়ে বিবৃতি জারি করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, তাঁর বাড়িতে চোর ঢুকেছিল। আপাতত তিনি হাসপাতালে। সংবাদমাধ্যম ও অনুরাগীদের কাছে সাইফের আবেদন, সকলে যেন ধৈর্য ধরেন। কারণ, পুলিশ তদন্ত শুরু...
সাইফের ওপর হামলা হওয়ার রাতে কারিনা কোথায় ছিলেন?
অনলাইন ডেস্ক
বলিউড অভিনেতা সাইফ আলি খান ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। বুধবার (১৫ জানুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে নিজ বাড়িতে হামলার শিকার হন এ অভিনেতা। জানা গেছে, হামলার সময় তার স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুর খান বাড়িতে ছিলেন না। ভারতীয় একটি সংবাদমাধ্যম বলছে, কারিনা গত রাতে বাড়িতে ফেরেননি। তাকে দেখা গেছে বলিউডের বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে এক রাতের পার্টিতে। ওই পার্টিতে ছিলেন কারিনার বোন কারিশমা কাপুর, সোনম কাপুর, রেহা কাপুর। বাড়িতে ঘটে যাওয়া দুর্ঘটনার ঘণ্টাখানেক আগে সেই পার্টি থেকে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন কারিনা। ছবি দেখে অনুমান করা হচ্ছে, এ অভিনেত্রী রাতে বাড়ির বাইরেই ছিলেন। যদিও রাতে তার বাড়ির বাইরে থাকার বিষয়টি নিশ্চিত করতে পারেনি সংবাদমাধ্যমটি। আর কারিনা এ বিষয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেননি। পুলিশটা...
আহত সাইফের অপারেশন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
বলিউডের তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের মুম্বাইয়ের বাড়িতে ডাকাতির চেষ্টাকালে ডাকাতের ছুরিকাঘাতে আহত হয়েছেন অভিনেতা সাইফ আলি খান। গভীর রাতে মুম্বাইয়ের বান্দ্রায় অভিনেতার বাড়িতে ডাকাতির চেষ্টা হয়। এ সময় সাইফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্ত। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে সম্পন্ন হয়েছে সাইফের অস্ত্রোপচার। হাসপাতাল সূত্রে জানা গেছে, আড়াই ঘণ্টা ধরে চলা এই অস্ত্রোপচারে ইতিমধ্যেই চিকিৎসকেরা অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বার করেছেন। সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফল ভাবে শেষ হয়েছে। শেষ হয়েছে অভিনেতার কসমেটিক সার্জারিও। এখন বিপদমুক্ত আছেন সাইফ। ওই সূত্র মারফত জানা গেছে, সাইফের শরীর...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর