নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতপরিচয়ের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে নাসিক ৫ নং ওয়ার্ডের সাইলো ঘাট এবং বিপরীত দিকের কুতুবপুর ঘাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে মৃতদের পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেন কাঁচপুর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মাবুদ। তিনি বলেন, মরদেহ দুটি একসাথে উদ্ধার করা হয়েছে। তারা দুজনই পুরুষ। তাদের পরিচয় জানা যায়নি। তবে, আনুমানিক তাদের মধ্যকার একজনের বয়স ২৮ এবং আরেকজন ৪৫ বছর হবে বলে ধারণা করছি। news24bd.tv/AH
শীতলক্ষ্যা নদী থেকে দুই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
আসামি ধরতে গিয়ে ইটভাটায় পড়ে দগ্ধ এসআইয়ের মৃত্যু
অনলাইন ডেস্ক
আসামি ধরতে গিয়ে ইটভাটায় পড়ে দগ্ধ বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান মারা গেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির শিকদার। তিনি বলেন, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মেহেদী হাসান বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় কর্তব্যরত ছিলেন। চার বছর আগে পুলিশে যোগদান করেন তিনি। জানা গেছে, গত ৬ জানুয়ারি বিমানবন্দর থানার রহমতপুর এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে অসাবধানতাবশত ইটভাটায় পড়ে যান এসআই মেহেদী হাসান। এতে শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার...
ঝালকাঠিতে ৭ শিক্ষার্থীকে পেটানোর অভিযোগে প্রধান শিক্ষককে গণপিটুনি
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের নবম এবং ১০ম শ্রেণির ৭ ছাত্রীকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে ছাত্রীদের পেটানোর এ ঘটনা ঘটেছে। আহত শিক্ষার্থীদেরকে তাদের সহপাঠী,অভিভাবক ও স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। আহত শিক্ষার্থীরা হল, অষ্টম শ্রেণির ছাত্রী মোসাম্মৎ জান্নাতী, ইসরাত জাহান রূমকী, নবম শ্রেণির জান্নাতী আক্তার, দশম শ্রেণির ছাত্রী সিপু আক্তার, আয়শা মনি, সুমা বেগম। এরা বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্য এক শিক্ষার্থী একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় স্থানীয়রা উত্তেজিত হয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক তোফাজ্জেল হোসেনকে তার কক্ষে অবরুদ্ধ করে গণপিটুনি দেয়। খবর...
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অজ্ঞাত এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অজ্ঞাত এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, হাসপাতালের দ্বিতীয় তলা থেকে অজ্ঞাত এক ব্যক্তিকে কয়েকজন দুর্বৃত্ত পিটিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। নিহতের পরিচয় সনাক্ত করতে পুলিশ কাজ করছে। news24bd.tv/AH
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর