সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে নতুন করে ১০ সদস্যের লিগ্যাল সেল গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত চিঠিতে এ সেল গঠনের বিষয়ে জানানো হয়। সেলের সদস্যরা হলেন- ১. তারিকুল ইসলাম ২. আরমান হোসাইন ৩. জহিরুল ইসলাম ৪. আরিফুল ইসলাম বিজয় ৫. শুভ আহমেদ ৬. উম্মা উসওয়াতুল রাফিয়া ৭. আশিকুর রহমান জিম ৮. সাইফুর রহমান খান ৯. মোতাসিম বিল্লাহ মাহফুজ কাশেম আল নাহিয়ান ও ১০. জানে আলম অপু শামসুদ্দোহা শাকিল...
১০ সদস্যের ‘লিগ্যাল সেল’ গঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
অনলাইন ডেস্ক
বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় লন্ডনে খতমে কোরআন
নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় যুক্তরাজ্যের পূর্বলন্ডনের ব্রিকলেন মসজিদে খতমে কোরআন, দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর যুক্তরাজ্য বিএনপি এই কর্মসূচি পালন করে। এ সময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক বলেন, হাসিনা সরকার আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চেয়েছিলো। তাকে চিকিৎসা না দিয়ে জেলে আটক রেখেছিলো। আমরা মনে করি, ধরণা হাসপাতালে তাকে স্লো পয়জনিং দেয়া হয়েছে। তিনি আরও জানান, ৮ জানুয়ারি বেগম জিয়া লন্ডনে আসার পর তার পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন এবং ডাক্তারের তত্ত্বাবধানে তিনি ভালো চিকিৎসা নিচ্ছেন। আমরা তার সুস্থতা কামনায় দোয়া করছি। এ সময় তিনি আরও বলেন, আগে প্রতি বার যখন আমাদের নেত্রী লন্ডনে আসতেন, আমরা সভা, সমাবেশ ও মতবিনিময় করতাম। কিন্তু এবার তার অসুস্থতার...
বৈঠক করেছে মেডিকেল বোর্ড, মায়ের জন্য দোয়া চাইল তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড বৈঠক করেছে। স্থানীয় সময় শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা) অনুষ্ঠেয় ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের চিকিৎসকরাও ভার্চ্যুয়ালি অংশ নিয়েছেন। পরিবেশের সাথে খাপ খাওয়াতে অসুবিধা হওয়ায় শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয় বিএনপি চেয়ারপারসনের। লন্ডন চিকিৎসক বলেছেন, অবস্থা কিছুটা স্বাভাবিক হলেই লিভার প্রতিস্থাপনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। এ ব্যাপারে রাতেই আলোচনায় বসেছে গঠিত মেডিকেল বোর্ড। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় (লন্ডনের স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায়) বোর্ড বসার কথা ছিল। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের ডাক্তাররাও ভার্চুয়ালি বোর্ডে অ্যাটেন্ড করবেন বলে জানা গেছে। শুক্রবার (১৭...
সরকারের মূল দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে আনা: মঈন খান
অনলাইন ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান জানিয়েছেন, গণতন্ত্র ফিরিয়ে আনাই বর্তমান সরকারের মূল দায়িত্ব। রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, দেশের মানুষের ইচ্ছার প্রতিফলন হিসেবে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। ডকট্রিন অব নেসেসিটি মোতাবেক বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। তিনি বলেন, আমরা একটি জাতীয় সংসদ নির্বাচনের কথা বলছি। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনমতের প্রতিফলন ঘটতে পারে। আমরা একটি নির্বাচিত সংসদ গঠন করতে চাই। যারাই জনগণের ভোটে নির্বাচিত হবেন তারাই সরকার গঠন করবেন। সেটিই হলো গণতন্ত্র। বিএনপির এই নেতা বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটি চলতে থাকবে। পরে যারাই ক্ষমতায় আসবে তারাই সংস্কার বা অন্য কাজ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর