রাজধানীতে মাদক, চাঁদাবাজি, প্রতারণা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) সংবাদমাধ্যমকে পাঠানো এক বার্তায় এ তথ্য দিয়েছে পুলিশ। সোমবার (১৭ মার্চ) তাদেরকে গ্রেপ্তার করা হয়। ওই বার্তায় বলা হয়, রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশ সোমবার দিনব্যাপী অভিযান পরিচালনা করে থানা এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে তাদের গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলেন— সাদিম মৃধা (২৯), আল আমিন (৪০), আকাশ ওরফে পান্না (৩০), লিটন (৩৮), মোকাম্মেল (২২), কাল্লু (৩৫), রুবেল (৩০), আমিন (২৫), রফিক (২১), ইয়ামিন (১৯), আশিকুর (২৩), শাহিদুজ্জামান (৩৫) ও জুববায়ের (২৭)। গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করেছে বলে জানিয়েছে পুলিশ। news24bd.tv/MR
রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩
নিজস্ব প্রতিবেদক

এড়িয়ে চলুন ঢাকার ৬ এলাকা
অনলাইন ডেস্ক

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা বর্তমানে দশম স্থানে রয়েছে। এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই)-এ ১৪৯ স্কোর নিয়ে ঢাকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার এই তথ্য প্রকাশ করেছে। ঢাকার মধ্যে সবচেয়ে বেশি দূষিত বাতাস রয়েছে মার্কিন দূতাবাস এলাকায়। এরপর রয়েছে মিরপুর ইস্টার্ন হাউজিং, বেচারাম দেউড়ি, সাভারের হেমায়েতপুর, তেজগাঁওয়ের শান্তা ফোরাম ও কল্যাণপুর। এসব এলাকাতেও বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অর্থাৎ, এই ছয় এলাকা এড়িয়ে চলাই উত্তম। নতুবা ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে এবং খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। এছাড়া ধূলাবালি বেশি ঢুকলে অবশ্যই ঘরের জানালা বন্ধ রাখতে হবে। এদিকে, বিশ্বের সবচেয়ে...
ভাড়ায় পাওয়া যাচ্ছে সমাবেশের মঞ্চ! ফি ১৫০০ টাকা
অনলাইন ডেস্ক

জাতীয় প্রেস ক্লাবের সামনের ফুটপাথে অস্থায়ী মঞ্চ গড়ে তুলে বাণিজ্যিকভাবে সমাবেশের জন্য ভাড়া দেওয়া হচ্ছে। মঙ্গলবার (১৮ মার্চ) একটি জাতীয় দৈনিকের সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে এ দৃশ্য উঠে আসে। ছবিতে দেখা যায়, ডজনখানেক চেয়ার সারিবদ্ধভাবে বসানো হয়েছে, আর মাঝখানে রয়েছে মাইক্রোফোন ও লাউডস্পিকারসহ মঞ্চ। খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি ঘণ্টায় মাত্র ১ হাজার ৫০০ টাকা ভাড়ায় যে কোনো দল বা সংগঠন এখানে সমাবেশ বা সভা আয়োজন করতে পারে। news24bd.tv/DHL
ভাগ্নে তুষারের প্রধান সহযোগী প্যান্ডি হাসান গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

রাজধানীর হাতিরঝিল থানার চাঁদাবাজি মামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে তুষারের প্রধান সহযোগী মো. হাসান ওরফে প্যান্ডি হাসানকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) হাতিরঝিল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। গ্রেপ্তার হওয়া প্যান্ডি ভোলা সদরের আব্দুল মালেক ফকিরের ছেলে। র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারি পুলিশ সুপার সনদ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্যান্ডি হাসান দীর্ঘদিন ধরে হাতিরঝিল, রামপুরা ও খিলগাঁও এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপে করে আসছিল। এর আগে, ২৩ ফেব্রুয়ারি র্যাব-৩ ভাগ্নে তুষারকে গ্রেপ্তার করে। এরপর তার প্রধান সহযোগী হিসেবে প্যান্ডি হাসান সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে র্যাব-৩ অভিযান...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর