বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে রেজাউল ইসলাম (৪৫) নামের এক মোটরসাইকেল চালক প্রাণ হারিয়েছেন। ঝিনাইদহের কালীগঞ্জ কুল্ল্যপাড়া গ্রামীণ সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার রাত ১১ টার দিকে কুল্ল্যপাড়া বাজার মোড়ে পাকা রাস্তার উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল উপজেলার রাখালগাছি ইউনিয়নের কুল্ল্যপাড়া গ্রামের মোহাম্মদ সিরাজ হোসেনের ছেলে। তিনি পেশায় একজন কাভার্ড ভ্যান চালক। জানা গেছে, নিহত রেজাউল কর্মস্থল শ্রীমঙ্গল থেকে কয়েক দিনের ছুটি নিয়ে বাড়িতে আসেন। রাতে পরিবারের জন্য ঔষুধ নিয়ে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে কুল্ল্যপাড়া বাজারের কাছাকাছি পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লেগে যায়। সেসময় মারাত্মক আহত হয় রেজাউল ইসলাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে...
নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, আরোহীর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
রাজধানীতে অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
দেশীয় অস্ত্রসহ চার পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে সূত্রাপুর থানা পুলিশ।রাজধানীর সূত্রাপুর থানার চিত্তরঞ্জন অ্যাভিনিউ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (১৮ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার সূত্রাপুর থানার চিত্তরঞ্জন অ্যাভিনিউ এলাকার মল্লিক টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সাইফুল মিয়া (২৬), মো. খুরশিদ আলম (২০), মো. রাব্বি (২০) ও জীবন শেখ (২৩)। এসময় তাদের কাছ থেকে তিনটি স্টিলের চায়নিজ চাকু ও একটি চাপাতি জব্দ করা হয়। উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, সূত্রাপুর থানার ফরিদাবাদ পুলিশ ফাঁড়ির একটি টহল টিম বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চিত্তরঞ্জন...
লালমনিরহাটে আজহারির মাহফিল ঘিরে অতিরিক্ত ১৭ শাটল কোচ চালু
জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারির মাহফিলকে ঘিরে লালমনিরহাটে মুসল্লিদের যাতায়াতের সুবিধায় অতিরিক্ত ১৭টি শাটল কোচ চালু করেছে রেল বিভাগ। শনিবার (১৮ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রেল বিভাগের সহকারী সড়ক পরিবহন কর্মকর্তা ফারুকুল ইসলাম। লালমনিরহাটের সোহরাওয়ার্দী মাঠে আজ শনিবার জোহরের নামাজের পর আলোচনা করবেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি। এই মাহফিলকে ঘিরে শুক্রবার (১৭ জানুয়ারি) রাতেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মাহফিলের ময়দান। সকাল থেকে মানুষের এই চাপ আরও বাড়তে শুরু করেছে। তাদের নিরাপত্তায় বিপুলসংখ্যক পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা টহল দিচ্ছেন। মাহফিল বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য মো. রেনায়েল আলম রেল বিভাগের অতিরিক্ত এ ট্রেনের নতুন কোচ সুবিধা চালুর বিষয়টি নিশ্চিত করেছে। এ ছাড়া রংপুর...
মধ্যরাতে সড়কে গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতি
অনলাইন ডেস্ক
নেত্রকোনার কেন্দুয়া-নেত্রকোনা মহাসড়কে গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। শুক্রবার দিবাগত রাতে বলাইশিমুল ইউনিয়নে নোয়াদিয়া ও রেন্ট্রিতলা বাজারের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতের হামলায় চার ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ২টার দিকে ১০-১৫ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্র, রামদা ও ছুরি নিয়ে নেত্রকোনা-কেন্দুয়া মহাসড়কে গাছ কেটে যানবাহনের গতিরোধ করে। এ সময় ১৫ থেকে ২০টি ট্রাক, সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল আরোহীদের সর্বস্ব লুটে নেয় তারা। তাদের হামলায় তিন-চারজন আরোহী রক্তাক্ত হয়েছেন। আহতদের বাড়ি কিশোরগঞ্জ, নোয়াদিয়া, বালিয়াজুড়া ও রাজীবপুর বলে জানা গেলে তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানায়, জরুরি সেবা ৯৯৯ এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই জনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর