বায়ুদূষণের কারণে বাংলাদেশে প্রতিবছর প্রায় ১ লাখ ২৫৬ জন মানুষের অকাল মৃত্যু হচ্ছে, যার মধ্যে ৫ হাজার ২৫৮ শিশু। এসব মৃত্যুর পেছনে হার্ট ডিজিজ, স্ট্রোক, শ্বাসতন্ত্রের সংক্রমণ এবং ফুসফুস ক্যান্সারের মতো রোগের সংযোগ রয়েছে।
জাতীয় প্রেসক্লাবে শনিবার (১৮ জানুয়ারি) সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (সিআরইএ) এবং বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) এক যৌথ সংবাদ সম্মেলনে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশ ২০২৩ সালে বিশ্বের শীর্ষ বায়ুদূষিত দেশগুলোর মধ্যে অবস্থান করেছে। প্রতি ঘনমিটার বাতাসে সূক্ষ্ম ধূলিকণার (PM 2.5) বার্ষিক গড় মান ছিল ৭৯.৯ মাইক্রোগ্রাম, যা দেশের নিজস্ব মানদণ্ড (৩৫ মাইক্রোগ্রাম) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মানদণ্ডের (৫ মাইক্রোগ্রাম) চেয়ে বহুগুণ বেশি।
বায়ুদূষণের কারণে বাংলাদেশে বছরে প্রায় ২৬৩ মিলিয়ন কর্মদিবস হারাচ্ছে। ২০১৯ সালে এর আর্থিক মূল্য দাঁড়িয়েছে ১১ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের জিডিপির ৫ শতাংশ। পাশাপাশি প্রতি বছর ৯ লাখ অকাল প্রসব এবং ৭ লাখ কম ওজনের শিশুর জন্ম বায়ুদূষণের প্রত্যক্ষ প্রভাব।