মুন্সিগঞ্জ সদরে মোটরসাইকেলে এসে তুহিন (৩০) নামে এক যুবকের পায়ে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। স্থানীয়রা জানান, রোববার রাত ৯টার দিকে পঞ্চসার ইউনিয়নের ডিঙাভাঙ্গা বালুর মাঠে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তুহিন ওই এলাকার আনোয়ার হোসেনের পুত্র। আহত তুহিন অভিযোগ করে বলেন, পূর্ব বিরোধের জের ধরে জেনিথ ও ইমরান মুন্সি নামের দুই যুবক আমার সাথে কথা বলতে আসে। একপর্যায়ে ইমরান আমাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় আমি দৌড়ে পালানোর চেষ্টা করলে বা পায়ে গুলিবিদ্ধ হই। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইমরান মুন্সি বলেন, আমি হৃদরোগে আক্রান্ত হয়ে সকাল থেকে ঢাকায় রয়েছি। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেটি মিথ্যা৷ জেনিথের সাথে আমার গত ৩ মাসে দেখা হয়নি। অপর অভিযুক্ত জেনিথের মোবাইল বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব...
মুন্সিগঞ্জে যুবকের পায়ে গুলি: অভিযুক্ত বললেন, আমি তো অসুস্থ হয়ে ঢাকায়
মুন্সিগঞ্জ প্রতিনিধি
বাবার অসাবধানতার বলি ছেলে
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে বাবার সামনে ট্রাক্টরের ফালে শরীর ক্ষতবিক্ষত হয়ে ছেলে আব্দুল্লাহর (১৪) করুণ মৃত্যু হয়েছে। রোববার সকাল আটটার দিকে উপজেলার পূর্ব চরবলেশ্বর গ্রামে জমি চাষ করার সময় মাটিতে পড়ে থাকা ট্রাক্টরের ফালে প্যাঁচানো দড়ি খুলতে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের হাফিজ পঞ্চায়েতের ছেলে। ঘটনার প্রত্যক্ষদর্শী মাদ্রাসা শিক্ষক শাহীন হাওলাদার জানান, সকাল আটটার দিকে পূর্ব চরবলেশ্বর গ্রামের কঁচা নদী সংলগ্ন একটি ফসলি মাঠে জমি চাষ করার সময় ট্রাক্টরের ফালে একটি নাইলনের দড়ি পেঁচিয়ে যায়। এ সময় ট্রাক্টর চালক হাসান ট্রাক্টরটির ইঞ্জিন নিউট্রাল করেন। আব্দুল্লাহ নিজে এ সময় পেঁচানো দড়িটি ছাড়ানোর চেষ্টা করতে গেলে মুহূর্তেই ট্রাক্টরের ফাল ঘুরে তিনটি কাচি তার শরীরের ভিতরে ঢুকে পড়ে। এ সময় আব্দুল্লাহ যন্ত্রণায়...
এক ব্যাগ রক্তে স্যালাইন মিশিয়ে ৩ ব্যাগ বানিয়ে বিক্রি, সাথে ভুয়া ক্রসম্যাচিং রিপোর্ট
অনলাইন ডেস্ক
ময়মনসিংহে মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে অবৈধভাবে রক্ত সংগ্রহ ও বিক্রি করার চক্রের সন্ধান পাওয়া গেছে। অভিযুক্তরা রক্তে স্যালাইন মিশিয়ে এক ব্যাগ রক্ত থেকে তিনটি ব্যাগ তৈরি করতো এবং ভুয়া ক্রসম্যাচিং রিপোর্ট তৈরি করে রোগীদের শরীরে ভেজাল রক্ত পুশ করতো। এতে রোগীরা বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে এবং মৃত্যুর ঝুঁকিও তৈরি হয়েছে। গত ১৮ জানুয়ারি সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে রক্ত চুরির সময় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন জেলার তারাকান্দা উপজেলার আবদুর রহমান খানের ছেলে মো. নাঈম খান পাঠান (৩৮) এবং নগরীর আকুয়া মড়ল বাড়ি এলাকার আব্দুল্লাহ (২২)। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, এরা সরকারি ব্লাড ব্যাংক থেকে রক্ত চুরি করে নিয়ে বিভিন্ন ক্লিনিক ও বেসরকারি হাসপাতালে বিক্রি করতো। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে এক ব্যাগ রক্ত...
শেরপুরে ১৩২ বোতল ভারতীয় মদ জব্দ
শেরপুর প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতীতে ১৩২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে শেরপুরের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার (১৯ জানুয়ারি) ভোরে উপজেলার তিনানী বাজার থেকে পিকআপ ভ্যানসহ ওই মদ জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পিকআপ ভ্যানে করে ভারত থেকে চোরাই পথে ভারতীয় মদ পাচারের হবে, এমন সংবাদের ভিত্তিতে রোববার ভোর সাড়ে ৪টার দিকে পুলিশ উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের তিনানী বাজারে সড়কে গাছ ফেলে রাস্তা বেড়িকেড দিয়ে পিকআপ ভ্যান আটক করে। রাস্তায় বেড়িকেড ও পুলিশের উপস্থিতি বুঝতে পেরে চালক গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়। ওইসময় ১৩২ বোতল ভারতীয় মদসহ পিকআপ ভ্যান জব্দ করে ডিবি পুলিশ। উদ্ধার মাদকের বাজার মূল্য ১ লাখ ৭৬ হাজার টাকা। ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর ডিবি পুলিশের পরিদর্শক মো. সালেমুজ্জামান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর