চুয়াডাঙ্গায় তরমুজ ক্রয়কে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের জেরে হামলায় গুরুতর জখম নিপুন সাহা (২৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান। বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে নিশ্চিত করেছেন ছেলে নিপুন সাহার মা কাজল রাণী সাহা। নিহত নিপুন সাহা বড়বাজার পাড়ার কৃষ্ণ সাহার ছেলে। কাজল রাণী সাহা আরও জানান, রাজশাহীতে নিপুনের লাশের ময়না তদন্তের পর পুলিশের অনুমতি সাপেক্ষে সেখান থেকে লাশ নিয়ে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা হবেন। গত শনিবার রাত পৌনে ১০টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের টাউন ফুটবল মাঠের সামনে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয় নিপুন সাহাকে। স্থানীয়রা জানান, ওই রাতে তাকে দা ও ধারালো অস্ত্র নিয়ে কয়েকজন ব্যক্তি নির্মমভাবে কুপিয়ে ফেলে যায়। ঘটনার পর পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় চুয়াডাঙ্গা হাসপাতালে...
তরমুজ লালের বদলে সাদা হওয়ায় বাধে দ্বন্দ্ব, অতঃপর...
চুয়াডাঙ্গা প্রতিনিধি

ফেনীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক ৩৬
ফেনী প্রতিনিধি

ফেনীর দাগনভূঞা বাজারে ইজারার টাকা তোলাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৩৬ জনকে আটক করেছে যৌথবাহিনী। অভিযান অব্যাহত রয়েছে। news24bd.tv/SHS
যুবদলের আহ্বায়কসহ ২ নেতা গ্রেপ্তার
সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতা কবির হোসেন নিহতের ঘটনায় বিএনপি ও যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, এনায়েতপুরের ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক জামাল মীর (৫৫) ও এনায়েতপুর থানা যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম (৪৭)। এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানি বলেন, মঙ্গলবার দুপুরে এনায়েতপুর মেডিক্যাল কলেজ এলাকা থেকে বিএনপি নেতা জামাল মীরকে গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার রাতে র্যাব-২ এর সদস্যরা ঢাকা থেকে যুবদল নেতা জহুরুল ইসলামকে গ্রেপ্তার করেন এবং মঙ্গলবার সকালে তাকে থানায় হস্তান্তর করেছেন। দুজনই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। দুপুর ২টার দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, ১৮ মার্চ সাবেক এমপি মেজর...
সিরাজগঞ্জে ৫ ডাকাত গ্রেপ্তার
সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুরাতন ব্যাটারি গলানোর কারখানায় ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ সোমবার ও মঙ্গলবার গাজীপুর ও তাড়াশ থেকে ৫ জনকে গ্রেপ্তার করেন। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, কাভার্ডভ্যান ও লুট হওয়া মোবাইল উদ্ধার করা হয়। সোমবার রাতে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলো- তাড়াশ উপজেলার পলাশী গ্রামের মজনু প্রামানিকে ছেলে লাবু প্রামানিক (৪০), বড় পাওতা গ্রামের দবির সেখের ছেলে শামীম হোসেন (৩৪) ও সাচানদিঘী গ্রামের মৃত মজনু শাহের ছেলে ইয়াকুব শাহ (২৩), গাজীপুরের শ্রীপুর উপজেলার বেতজুরী গ্রামের ওয়াহাব আলী পলানের ছেলে ওয়াসিম পলান (২৩) ও একই উপজেলার বারুতুপা গ্রামের মৃত আজিবরের ছেলে জাহিদুল ইসলাম (২৫)। বিজ্ঞপ্তিতে বলা হয়,...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর