রাজধানীর পল্টন বিজয়নগর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ২২ বছর বয়সী যুবক সাজু মোল্লা নিহত হয়েছেন। সোমবার (২১ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ৩টার দিকে পানির ট্যাংকি এলাকায় এই ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে মুমূর্ষু অবস্থায় সাজুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাজু মোল্লা গোপালগঞ্জ জেলার সদর উপজেলার হাটবাড়িয়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি মুগদার মান্ডা কদমআলী ঝিলপাড় এলাকায় বসবাস করতেন। তার বাবার নাম মোতালেব মোল্লা। গণমাধ্যমকে সাজুর বন্ধু মো. বায়জিদ জানান, তিনি সাজুকে গত রাতে মুগদা থেকে অটোরিকশায় করে বিজয়নগর নিয়ে যান। সেখানে পানির ট্যাংকি এলাকায় সাজুকে নামিয়ে দিয়ে বায়জিদ রাস্তার বিপরীত পাশে চা পান করছিলেন। কিছু সময় পর গলি থেকে চিৎকার শুনে সাজুকে ডাকতে থাকেন। দৌঁড়ে...
পল্টনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক
ছাত্র আন্দোলনে প্রকাশ্যে গুলি করা সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি চালানো এবং ১৪টি হত্যা মামলার আসামি সাইদুর রহমান সুজনকে (৪৬) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর উত্তরা থেকে অভিযান চালিয়ে সুজনকে গ্রেপ্তার করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে তাকে সাভার মডেল থানায় নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল। গ্রেপ্তার সাইদুর রহমান সুজন সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় নেতা। পুলিশ জানায়, রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সুজনকে সাভার থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় ছাত্র-জনতা হত্যার ১৪টি মামলা এবং আরও দুটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়...
পল্লবীতে যুবককে কুপিয়ে হত্যা
অনলাইন ডেস্ক
রাজধানীর পল্লবী থানাধীন সিরামিক রোডে একই গ্রুপের অন্তঃকোন্দলের জেরে মো. বাবু ওরফে ব্লেড বাবুকে (৩২) কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে পল্লবী থানাধীন ১২ নং সেকশনের সিরামিক রোডের বঙ্গবন্ধু কলেজের পাশে নতুন রাস্তার মুখে চাপাতি, সুইচ চাকু, ইট দিয়ে থেঁতলিয়ে আহত করা হয় বাবুকে। স্থানীয়দের সহযোগিতায় প্রথমে তাকে স্থানীয় খ্রিস্টান হাসপাতালে, পরে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় রমজান নামে আরও একজন আহত হন। পল্লবী থানা পুলিশ বলছে, নিহত ব্লেড বাবুর বাবার নাম মুস্তাকিম, মা নাজমা বেগম। মিরপুর-২ নম্বরের ৬০ ফিট ছাপরা মসজিদ এলাকায় তার বাসা। তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। পল্লবী থানার উপ-পরিদর্শক...
পরিবর্তিত মূসক হার ও রাজস্ব আদায়ে সচেতনতা বিষয়ক কর্মশালা
অনলাইন ডেস্ক
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম) এর উদ্যোগে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, মোহাম্মদপুর কর্তৃক আয়োজিত মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এ আনীত পরিবর্তন সমূহের বিষয়ে গতকাল প্রিন্স বাজার লিমিটেড (রিং রোড, শ্যামলী) ভবনের চতুর্থ তলায় এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত কমিশনার কাজী ফরিদ উদ্দীন (ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেট) সম্মানিত উপস্থিতিগণের সামনে গুরুত্বপূর্ণ বক্তৃতা রাখেন। বক্তৃতায় তিনি সাম্প্রতিক সময়ে জারিকৃত এস আর ও এর মাধ্যমে আনীত বিবিধ পণ্য ও সেবার পরিবর্তিত হার সহ ভ্যাট বিষয়ক প্রতিষ্ঠান প্রতিনিধিগণের প্রশ্নের উত্তর প্রদান করেন। উক্ত সেমিনারে হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, এনজিও, সরকারী দপ্তর, স্বায়ত্তশাসিত এবং আধাসরকারী দপ্তর ও গার্মেন্টস সেক্টর সহ মোট ৪০ টি প্রতিষ্ঠানের ৪৭ জন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর