সিলেট গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা প্রায় ১২ কোটি টাকার পণ্যের চালান জব্দ করেছে বিজিবি। বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় নগরীর আখালিয়ায় সিলেট বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এটি সিলেট সীমান্ত থেকে উদ্ধার হওয়া এ যাবৎকালের সর্ববৃহৎ চোরাই পণ্যের চালান বলে নিশ্চিত করেছে বিজিবি। বিজিবি জানায়, গতকাল মঙ্গলবার বিজিবির ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্তের বিভিন্ন স্থান থেকে এ চালান জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে, বিপুল পরিমাণ শাড়ী, লেহেঙ্গা, থান কাপড়, কসমেটিক্স, জিরা, বাসমতি চাল, চিনি, কমলা, পোস্তদানা, কাজুবাদাম ও কিসমিস। জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় ১২ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি। এ ব্যাপারে সিলেট বিজিবির সেক্টর কমান্ডার সাইফুল ইসলাম...
সিলেট সীমান্তে ১২ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
সিলেট প্রতিনিধি

নাটোরে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধের নামে মামলা
নাটোর প্রতিনিধি

গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে নাটোর সদর উপজেলায় হযরত আলী ওরফে ফজর আলী (৬০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত ৯ মার্চ নাটোর সদর উপজেলার বড়বাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে গত ১০ মার্চ নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে মঙ্গলবার রাতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে অভিযান চালায়। ফজর আলী একই এলাকার মৃত তহিদ গাজীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম শফিক। মামলার বিবরণ, ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ মার্চ দুপুরে ভুক্তভোগী ওই গৃহবধূ রোজা রেখে অসুস্থ বোধ করায় নিজ শয়নঘরে শুয়ে ছিলেন। এ সময় হযরত আলী ঘরে প্রবেশ করে ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ফজর আলী। এই ঘটনায় মামলা...
প্রিজন সেলে আওয়ামী লীগ নেতাদের বৈঠক
অনলাইন ডেস্ক

প্রিজন সেলে কারাবন্দি খালিশপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কেসিসির ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খালিদ আহমেদের সঙ্গে বৈঠক করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। বুধবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেলে বৈঠকের বিষয়টি সাংবাদিকদের চোখে পড়ে। এ বৈঠকে উপস্থিত নেতাদের ছবি তুলতে গেলে তারা খুলনার স্থানীয় সংবাদমাধ্যম খুলনা গেজেটের দুই সাংবাদিককে নাজেহাল করে। পরে অন্য সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশের সামনেই গাড়িতে করে চলে যান। মঙ্গলবার বিকেলে নগরীর খালিশপুর থানার পদ্মা অয়েল রোডে খালিদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় খালিদ একতলা বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে পালানোর চেষ্টা করে। তখন তার ডান পা ভেঙে যায়। তাকে গ্রেপ্তার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা...
বিএসএফের কাছ থেকে দুই বাংলাদেশিকে নিয়ে এলো বিজিবি
অনলাইন ডেস্ক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে দুই বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশি নাগরিক দুজন হলো শ্যামল বিশ্বাস (৬৬) ও রতন সরকার (৫৮)। মঙ্গলবার (১১ মার্চ) রাত ১০টার দিকে সীমান্তের বাঘাডাঙ্গা বিওপির ৬০/২৯ পিলারের পাশে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে নেতৃত্ব দেন মহেশপুর ৫৮ বিজিবির পক্ষে বাঘাডাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আসাদুজ্জামান বিশ্বাস ও বিএসএফর পক্ষে ১৯৪ ব্যাটালিয়নের সুন্দরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি যাদব নাগেশ গৌতম। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে নারায়নগঞ্জের কুতুবপুর ইউনিয়নের ভুইয়াগড় গ্রামের শ্রীদাম বিশ্বাসের ছেলে শ্যামল বিশ্বাস ও রঘুনাথপুর গ্রামের হরিদয়াল সরকারের ছেলে রতন সরকার অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর