বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ১১ মার্চ শহীদ দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও কোরআন বিতরণ অনুষ্ঠানে শিবিরের সভাপতি জাহিদুর ইসলাম বলেন, ভাইয়ের নামে স্লোগানের রাজনীতি এই প্রজন্ম আর নেবে না। মঙ্গলবার (১১ মার্চ) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে প্রায় ২ হাজার কোরআন বিতরণ করেন সংগঠনটির নেতারা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি আরও বলেন, সমাজ যখন সত্য ও ভালোবাসার আকাঙ্ক্ষা হারায়, তখন অন্ধকারে নিমজ্জিত হয়। আমাদের দায়িত্ব হলো নবী (সা.)-এর দাওয়াতি আদর্শ অনুসরণ করে মানুষকে আলোর পথে আনা। ১১ মার্চ শুধু একটি তারিখ নয়, এটি আদর্শ ও আত্মত্যাগের প্রতীক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের ৪ জন ভাই ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন, যা আমাদের পথনির্দেশক।...
ভাইয়ের নামে স্লোগানের রাজনীতি এই প্রজন্ম আর নেবে না: শিবির সভাপতি
অনলাইন ডেস্ক

প্রাথমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়ানো ও কোচিংয়ে নিষেধাজ্ঞা
অনলাইন ডেস্ক

সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শেষে ছুটির পর এবং বন্ধের দিনে শ্রেণিকক্ষে প্রাইভেট পড়ানো ও কোচিং ক্লাস নেওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। মঙ্গলবার (১১ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত অফিস আদেশে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। এর আগে গতকাল সোমবার (১০ মার্চ) এ আদেশে সই করেন অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মো. রাইহুল করিম। শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্ষণ, যৌন হয়রানি ও নিপীড়নের মতো ঘটনা ঠেকাতে এ আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা। তবে আদেশের কোথাও ধর্ষণ, নিপীড়নের কথা উল্লেখ করা হয়নি। আদেশে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ছুটির পর এবং বন্ধের দিন শ্রেণিকক্ষে প্রাইভেট পড়ানো, কোচিংসহ নানাবিধ কার্যক্রমে ব্যবহার করা হয়, যা অনভিপ্রেত।...
পাঁচ দফা দাবি আদায়ে রামেকে আউটডোর সেবা বন্ধ
রাজশাহী প্রতিনিধি

পাঁচ দফা দাবি আদায়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) আউটডোর চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা। আজ দুপুর ১২টা থেকে আউটডোর সেবা বন্ধ করে দেয়া হয়। ইন্টার্ণ চিকিৎসকরা জানান, জরুরি চিকিৎসা সেবা কার্যক্রম ব্যতীত সকল কার্যক্রম বন্ধ থাকবে। পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা আগের মতই বন্ধ থাকবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, ইন্টার্ন চিকিৎসক ও মিডলেভেলের চিকিৎসকরা আউটডোর সেবা বন্ধ করে দিয়েছে। তবে জরুরি বিভাগের সকল কার্যক্রম চালু আছে। news24bd.tv/TR
চলমান ধর্ষণকাণ্ড: ধর্ষকের প্রতীকী ফাঁসি কর্মসূচি পালন করছে রাবি
রাজশাহী প্রতিনিধি

সারাদেশে চলমান ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং ধর্ষকের শাস্তির দাবিতে ধর্ষকের প্রতীকী ফাঁসি কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে ক্যাম্পাসের প্যারিস রোডে এই কর্মসূচি পালন করা হচ্ছে। এসময় কবিতা আবৃত্তির মাধ্যমেও ধর্ষকের শাস্তি দাবি করা হয়। শিক্ষার্থীরা বলেন, দ্রুত সময়ের মধ্যে ধর্ষণ মামলার বিচার নিশ্চিত করতে হবে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দিতে হবে। কোন অযুহাতেই বিচার প্রক্রিয়া বিলম্ব করা যাবে না। news24bd.tv/TR
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর