চালের বাজারে সিন্ডিকেট কারীদের ধরতে পারছে না সরকার, এমন মন্তব্য করে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন- সিন্ডিকেট ভাঙতে না পারায় চালের বাজার নিয়ন্ত্রণে আসছে না। বুধবার (২২ জানুয়ারি) খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিদর্শন শেষে তিনি একথা বলেন। কৃষি উপদেষ্টার দাবি, চিকন চালের দাম বাড়লেও কমেছে মোটা চালের দাম। বন্যার ক্ষতির কথা বলে কেউ কেউ দাম বাড়ানোর চেষ্টা করায় প্রচুর চাল আমদানি করছে সরকার। তিনি আরও বলেন, বিমানে বোমা আতঙ্কের খবর পুরোপুরি মিথ্যা, যারা খবর ছাড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। এসময় পুলিশ ও র্যাবের নতুন পোশাক বিতর্ক এড়িয়ে যান উপদেষ্টা। বলেন- শুধু পোশাক নয়, পরিবর্তন আনতে হবে মন ও মানসিকতার, কাজ করতে হবে দুর্নীতির বিরুদ্ধে।...
বিমানে বোমার খবর মিথ্যা, যারা ছড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
যে দেশ থেকে আসে বিমানে বোমা হামলার হুমকি
নিজস্ব প্রতিবেদক
রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে একটি পাকিস্তানি নম্বর থেকে। আজ বুধবার (২২ জানুয়ারি) বার্তাটি এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানো হয়। বার্তায় উল্লেখ করা হয় যে, ফ্লাইটটিতে ৩৪ কেজি বিস্ফোরক রয়েছে, যা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বিস্ফোরণ ঘটানো হবে। এপিবিএন সূত্র জানায়, ডিউটি অফিসার এএসপি আব্দুল হান্নানের নম্বরে হুমকির বার্তা আসে। বার্তাটিতে বলা হয়, এটি একটি সতর্কবার্তা এবং কোনো সরাসরি হুমকি নয়। বার্তা প্রেরকের দাবি, এটি আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের জন্য বিরোধী পক্ষের পরিকল্পনা হতে পারে। বার্তার পরপরই জরুরি সতর্কতা জারি করা হয়। ফ্লাইটটি সকাল ৯টা ৩৫ মিনিটে শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে। যাত্রীদের...
উপদেষ্টার আশ্বাসে রাস্তা ছাড়লেন মালয়েশিয়া গমনেচ্ছুরা
নিজস্ব প্রতিবেদক
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলের আশ্বাসে আন্দোলন স্থগিত করার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। আগামী মার্চের শেষে মালয়েশিয়ায় পুনরায় মালয়েশিয়া পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে বলে আশ্বাস দেন তিনি। উপদেষ্টার আশ্বাসে আপাতত কর্মসূচি স্থগিত করেছেন তারা। এর আগে সকাল থেকে রাজধানীর কাওরানবাজার মোড় অবরোধ করে আন্দোলন করতে থাকেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। দুই ঘণ্টা অবস্থান করার পর পুলিশ তাদেরকে রাস্তার এক পাশে সরিয়ে দেয়। এরপর তারা মিছিল নিয়ে ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের সামনে যান। এরপর দুপুরের দিকে আন্দোলনকারীদের চার সদস্যের প্রতিনিধি দল প্রবাসী কল্যাণ সচিব মো. রুহুল আমিন এবং দুই সদস্য উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে দেখা করেন। আন্দোলনকারীদের প্রতিনিধি মাইন উদ্দিন বাবু বৈঠক শেষে জানান, আমরা উপদেষ্টাকে...
ফাউন্ডেশন থেকে ১ টাকাও বেতন নেননি সারজিস
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদ ছেড়ে দেওয়া জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রায় ২ মাস ১০দিন আমি ফাউন্ডেশনের দায়িত্ব পালন করি। এরপর আমি দায়িত্ব থেকে সরে আসি। ফাইনালি আমার সাইনিং অথোরিটি ৭ জানুয়ারি হস্তান্তর হয় এবং অফিসিয়ালি আমার দায়িত্ব শেষ করি। এই দায়িত্ব পালনকালে আমি ফাউন্ডেশন থেকে কোনো বেতন বা সম্মানি নেইনি। বুধবার (২২ জানুয়ারি) সকালে নিউজ টোয়েন্টিফোরকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পদ ছাড়ার কথা জানান সারজিস। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও নিজের ভেরিয়ায়েড আইডি থেকে করা এক পোস্টে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ ছাড়ার ঘোষণা দেন তিনি। নিজের ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই। এই ফাউন্ডেশনের গতি তরান্বিত করার জন্য...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর