হজ ফ্লাইট-২০২৫ উদ্বোধন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজক্যাম্পে প্রধান অতিথি হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের (হিজরি ১৪৪৬) হজ ফ্লাইটের উদ্বোধন ঘোষণা করেন। এসময় তিনি হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। উপদেষ্টা হজযাত্রীদের সৌদি আরবের আইনকানুন মেনে চলা এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ থেকে বিরত থাকতে অনুরোধ জানান। খালিদ হোসেন বলেন, এ দেশের হজযাত্রীরা যাতে যৌক্তিক খরচে হজ পালন করতে পারেন সে বিষয়ে আমরা তৎপর রয়েছি। হজযাত্রীদের নিবন্ধন থেকে শুরু করে সব প্রক্রিয়া কীভাবে আরও সহজ করা যায় সেটা নিয়েও আমরা কাজ করছি। আগামী বছরের হজ ব্যবস্থাপনায় অনেক ইতিবাচক পরিবর্তন আসবে বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন। সোমবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটে বাংলাদেশি হজযাত্রী বহনকারী প্রথম প্লেনটি...
হজ ফ্লাইট উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক

চাঁদ দেখা কমিটির সভায় এলো নতুন সিদ্ধান্ত
অনলাইন ডেস্ক

বাংলাদেশের আকাশে আজ সোমবার কোথাও ১৪৪৬ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল (২৯ এপ্রিল) পবিত্র শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে। পরদিন বুধবার থেকে পবিত্র জিলকদ মাস গণনা করা হবে। আজ সন্ধ্যায় ঢাকায় আশকোনা হাজি ক্যাম্প সভাকক্ষে আয়োজিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সভায় ১৪৪৬ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। এমতাবস্থায় আগামীকাল পবিত্র শাওয়াল...
'মামলা হলেই নিরীহ কাউকে গ্রেপ্তার বা হয়রানি যেন না করা হয়'
অনলাইন ডেস্ক

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, মামলা হলেই গ্রেপ্তার করা যাবে না। তদন্তে যার বিরুদ্ধে দায়ভার পাওয়া যাবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যার মামলায় নিরীহ কাউকে গ্রেপ্তার বা হয়রানি যেন করা না হয়, সেই নির্দেশনা পুলিশের সব স্তরে দেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সোমার (২৮ এপ্রিল) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান এসব কথা বলেন। পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানির বিষয়ে প্রশ্নের জবাবে আইজিপি আরও বলেন, মামলা মিথ্যা না, মামলা সত্যই। তবে আসামির সংখ্যা বাড়িয়ে দেয়া- এই জায়গাটা আমরা বন্ধ করতে পারছি না। আইনেও এই সীমাবদ্ধতা আমাদের রয়েছে। বাহারুল আলম জানান, জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যার...
‘আঞ্চলিক উত্তেজনার বিষয়’ ঢাকাকে জানালো পাকিস্তান
অনলাইন ডেস্ক

বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ সোমবার পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে তাকে আঞ্চলিক বিষয় সম্পর্কে অবহিত করেছেন। সোমবার (২৮ এপ্রিল) বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে ভারতের কাশ্মীরে সন্ত্রাসী হামলার কারণে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার বিষয় স্থান পেয়েছে। দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার উপায় হিসেবে আলোচনা ও কূটনীতির ওপর জোর দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, বাংলাদেশ কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনার শান্তিপূর্ণ সমাধান চায়। এ বক্তব্যের পরের দিনই পাকিস্তানের হাইকমিশনার পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। বিবৃতি অনুসারে, পররাষ্ট্র সচিব এবং হাইকমিশনার আশা করেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর