বিদেশে অবস্থানরত ১০৬ জন বাংলাদেশির জাতীয় পরিচয়পত্র অবৈধভাবে করার দায়ে দুইজনকে আটক করেছে পুলিশ। নির্বাচন কমিশন বিভাগীয় ব্যবস্থা নিয়ে তাদেরকে বরখাস্ত ও মামলা দায়ের করেছে।
আজ বুধবার (২৯ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এসব কথা জানান এনআইডির মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।
তিনি জানান, প্রতিজনের কাছ থেকে গড়ে এক লাখ করে টাকা নিয়েছেন অভিযুক্তরা। এছাড়া এনআইডি সংশ্লিষ্ট কর্মকর্তারা সবসময় সঠিক আচরণ করতে পারেনি। তবে এখন থেকে ভালো আচরণ করবেন বলে আশ্বাস দেন তিনি।
হুমায়ুন কবির বলেন, সাতটি দেশ থেকে বাংলাদেশিরা এনআইডি করতে পারেন। আরও দুটি দেশ থেকে এনআইডি করার ব্যবস্থা করা হচ্ছে। যেসব দেশে বাংলাদেশিরা এনআইডি করতে পারবেন না, তাদেরকে দেশে এসে এনআইডি করার আহবান জানান তিনি।