দিনাজপুরের বিরামপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেছে পাথর বোঝাই এক ট্রাকের চালক ও হেলপারের।রোববার (২ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক মাহবুবের বাড়ি পঞ্চগড় ও হেলপার আরিফের বাড়ি তেঁতুলিয়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, পার্বতীপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন হিলি-ঘোড়াঘাট রেলক্রসিং পার হওয়ার সময় রেললাইন পার হচ্ছিল পাথর বোঝাই এই ট্রাক। কিন্তু লাইন পার হওয়ার আগেই ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই মারা যান ট্রাকের হেলপার আরিফ। এ ঘটনায়গুরুতর আহত হন ট্রাকের ড্রাইভার মাহাবুব। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। বিরামপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাজেদুর ইসলাম সাজিদ বলেন, ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থল থেকে নিহত হেলপারের মরদেহ উদ্ধার করা হয় এবং...
বিরামপুরে রেলের ধাক্কায় ট্রাকের চালক-হেলপারের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রথম আলো নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রথম আলো পত্রিকা নিষিদ্ধে দাবিতে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) বিকালে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। ধর্মপ্রাণ মুসলিম জনতার ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালের গোলচত্বর হয়ে জিয়া সড়কের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সভা হয়। এ সময় বক্তব্য রাখেন আগরপুর ডিগ্রি কলেজের ইসলামী স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মাহমুদ, একই কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান আসাদ। তারা প্রথম আলো পত্রিকা বন্ধের দাবি জানান। news24bd.tv/DHL
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশা কেটে যাওয়ায় ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। এর আগে রোববার (২ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জানান, রোববার দিনগত রাত থেকে প্রচণ্ড কুয়াশা দেখা দেয়। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে ঘন কুয়াশা কেটে গেলে সকাল ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয়া হয়। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ৬টি ফেরি চলাচল করছে। news24bd.tv/MR
ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
অনলাইন ডেস্ক
ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নদী ও আশপাশের এলাকায় ঘন কুয়াশা পড়ায় নৌপথে ঝুঁকি এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে কোনো ফেরি মাঝ নদীতে আটকা পড়েনি। কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে তিনি জানান। news24bd.tv/DHL
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর