সরাসরি থানায় না গিয়ে মানুষ যাতে অনলাইনে মামলা দায়ের করতে পারেন সেই ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন। খবর বাসসের। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন। বর্তমানে নিকটস্থ কোনো থানায় গিয়ে এফআইআর দাখিল করতে হয়। এই প্রক্রিয়া বেশ সময়সাপেক্ষ এবং এর ফলে নানা ধরনের হয়রানির সুযোগ থাকে। অধ্যাপক ইউনূস বলেন, পুলিশের একটি ডেডিকেটেড কল নম্বর সেট করা উচিত, যেমন-৯৯৯। যার মাধ্যমে দেশের যেকোনো স্থান থেকে অভিযোগকারী এফআইআর...
অনলাইনে মামলা নেয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার
অনলাইন ডেস্ক
মানুষের জীবন অতিষ্ঠ করে ফেলছে তিতুমীরের শিক্ষার্থীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মানুষের জীবন অতিষ্ঠ করে ফেলেছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। সরকারকেও অতিষ্ঠ করেছে। তারা কাদের ইন্ধনে এমনটা করছে তা সবাই জানে। তাদেরকে কি করা যায় এটা দেশের মানুষের উপর ছেড়ে দিয়েছি। মানুষই তাদেরকে সেখান থেকে উঠিয়ে দিবে বিরক্ত হয়ে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, তিতুমীর কলেজের শিক্ষার্থীদের দাবি যৌক্তিক নয় বলে প্রাথমিকভাবে মনে করেছে সরকার। এ বিষয়ে গঠিত কমিটির প্রতিবেদন পেলে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। উপদেষ্টা বলেন, অল্প কিছু শিক্ষার্থী আন্দোলন করছে আর বেশিরভাগ শিক্ষার্থী পড়াশোনা করতে চায় বলে মনে করে শিক্ষা মন্ত্রণালয়। এসময় মানুষকে দুর্ভোগে না ফেলে নিজেদের ক্যাম্পাসে আন্দোলন করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র...
নারী গৃহকর্মী নিতে চায় কুয়েত, পাশাপাশি পুরুষ কর্মী নেয়ার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ থেকে কুয়েতকে আরও বেশি জনশক্তি নেয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। উপদেষ্টার সঙ্গে আজ বিকালে বাংলাদেশ সচিবালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত H. E. Ali Th A Q Hamadah সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। উপদেষ্টা বলেন, ঐতিহাসিকভাবে বাংলাদেশ ও কুয়েতের গভীর বন্ধুত্ব রয়েছে। কুয়েতে প্রায় ২ লক্ষ ৮০ হাজার বাংলাদেশি কর্মরত রয়েছে। বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নেয়ার জন্য কুয়েত সরকারকে আহ্বান জানাই। তিনি বলেন, কুয়েত বাংলাদেশ থেকে আরও নারী গৃহকর্মী নিতে আগ্রহী। আমি তাদেরকে নারীর পাশাপাশি পুরুষ কর্মী নেয়ার অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ থেকে জনশক্তি আমদানি বৃদ্ধির প্রতিশ্রুতি জানিয়ে রাষ্ট্রদূত বলেন, কুয়েত মুসলিম ও এশিয়ান মিত্র হিসেবে সবসময় বাংলাদেশের পাশে ছিল, ভবিষ্যতেও...
ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের নতুন খবর দিল মার্কিন দূতাবাস
অনলাইন ডেস্ক
ঢাকায় মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানে হয়েছে, আগামী বুধ থেকে শুক্রবার পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসের ভিসা পরিষেবা সংক্রান্ত ওয়েবসাইট বন্ধ থাকবে। যা নতুনভাবে আগামী শনিবার থেকে চালু হবে। আজ সোমবার তাদের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন দূতাবাস জানিয়েছে, ঢাকায় মার্কিন দূতাবাস ভিসার পরিষেবার জন্য নতুন একটি পদ্ধতি বাস্তবায়ন করছে; যেটি আগামী ৮ ফেব্রুয়ারি চালু হবে। যে কারণে আগামী বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত নির্দিষ্ট ওয়েবসাইটে পরিষেবা বন্ধ থাকবে। নতুন পদ্ধতিতে ৮ ফেব্রুয়ারি থেকে ওয়েবসাইটে ফের ভিসা পরিষেবা চালু করা হবে। দূতাবাস বিশেষভাবে জানিয়েছে, যেসব আবেদনকারীর আগামী বুধবার থেকে শুক্রবারের মধ্যে সাক্ষাৎকারের সময়সূচি নির্ধারিত ছিল তাদের নির্দিষ্ট সময়েই উপস্থিত থাকতে হবে। আগামীকাল...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর