ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির অভিযোগে করা মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মির বিচার শুরু হয়েছে। এদিন আদালতে হাজিরা দেন তিনি। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ আদালতে তার অব্যাহতির আবেদন নাকচ করে এ আদেশ দেন। এদিন সকাল ১০টা ৩০ মিনিটে আদালতে উপস্থিত হন তাপসী তাবাসসুম ঊর্মি। তিনি আদালতের ভেতরে বেঞ্চে বসে ফোন ব্যবহার ও গল্প করে সময় কাটান। এরপর বেলা ১১টা ২৩ মিনিটে বিচারক মো. সেফাতুল্লাহ আদালতে উপস্থিত হন এবং মামলার অভিযোগ গঠন শুরুর নির্দেশ দেন। তাপসী কাঠগড়ায় দাঁড়িয়ে ১৬ মিনিটের মতো ছিলেন। পরে বিচারক মামলার আনুষ্ঠানিক বিচার শুরু করেন এবং তাপসী মাথা নিচু করে আদালত থেকে বের হয়ে যান। আরও পড়ুন: ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মির আনুষ্ঠানিক বিচার শুরু এর আগে ৮ অক্টোবর শহীদ আবু সাঈদসহ...
আদালতে এসে ফোন ব্যবহার ও গল্প করে সময় কাটালেন ম্যাজিস্ট্রেট ঊর্মি
নিজস্ব প্রতিবেদক
চিন্ময় কৃষ্ণকে কেন জামিন নয়, হাইকোর্টের রুল
জাতীয় পতাকা অবমাননার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহী মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কেন জামিন দেওয়া হবে না জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। এ সময় আগামী দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য ও প্রবীর রঞ্জন হালদার। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। এর আগে গত ২৫ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। এর কয়েক দিন পর গত ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা...
অব্যাহতি মেলেনি, প্রিন্স মামুনের বিচার শুরু
অনলাইন ডেস্ক
মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে লায়লা আখতার ফরহাদের করা মামলায় টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত আসামির অব্যাহতি আবেদন নাকচ করে এই আদেশ দেন। এদিন আসামি মামুন আদালতে উপস্থিত ছিলেন। এরপর তার আইনজীবী মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। অন্যদিকে, বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত অব্যাহতির আবেদন খারিজ করে দেন। একই সঙ্গে আদালত অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। আগামী ১ মার্চ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। এ সময় বাদী লায়লাও আদালতে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ২০২৩ সালের ১২ ডিসেম্বর রাজধানীর...
শহীদ আবু সাঈদ ও ড. ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য দেওয়া সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম উর্মির বিচার শুরু
বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ আসামির অব্যাহতির আবেদন নাকচ করে এ আদেশ দেন। এর আগে গত ২৬ জানুয়ারি একই আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য ছিল। ওইদিন তাপসী তাবাসসুম ঊর্মি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। একই সঙ্গে তার আইনজীবী শুনানি পেছানোর আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে শুনানির জন্য ৪ ফেব্রুয়ারি ঠিক করেন। একইসঙ্গে তাপসী তাবাসসুমের জামিন মঞ্জুর করেন। তার আগে গত বছরের ৮ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর