রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের পর এবার ধানমন্ডি ৫ নম্বর সড়কের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সুধা সদন সম্পূর্ণরূপে খালি অবস্থায় ছিল। এর আগে বুধবার (৫ ফেব্রুয়ারি) হাসিনার বক্তৃতা নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র-জনতা। তারা প্রথমে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুরনো বাড়িতে আগুন দেয়, এরপর শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন ধরিয়ে দেয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত, তাদের কোনো চিহ্ন বাংলাদেশে রাখতে চাই না। শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে শাস্তির ব্যবস্থা করতে হবে এবং নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মসূচি বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। এর আগে, নিষিদ্ধ ঘোষিত...
ধানমণ্ডি ৩২-এর পর হাসিনার বাসভবনে আগুন
অনলাইন ডেস্ক
![ধানমণ্ডি ৩২-এর পর হাসিনার বাসভবনে আগুন](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738777418-c980a618fe053c173a369055cb74017f.jpg?w=1920&q=100)
মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে ২৫ পেশাদার ছিনতাইকারী-সন্ত্রাসী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
![মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে ২৫ পেশাদার ছিনতাইকারী-সন্ত্রাসী গ্রেপ্তার](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738754412-094a3c7321108a1900606a56cda7c655.jpg?w=1920&q=100)
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ মোহাম্মদপুরের বিভিন্ন ছিনতাই প্রবণ এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে ২৫ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে পেশাদার ছিনতাইকারী, মাদক কারবারি, সন্ত্রাসী, চোর, ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি রয়েছে। তাদের মধ্যে তানজিম, হৃদয়, শুভ, সুমিত, মারুফসহ ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজানের নেতৃত্বে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল), মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ, পিআই, ইন্সপেক্টর (তদন্ত) ও থানার চৌকস টিম এ অভিযান...
কাজের ছুতোয় বাসায় ঢুকে ঘুমের ওষুধ খাইয়ে চুরি
নিজস্ব প্রতিবেদক
![কাজের ছুতোয় বাসায় ঢুকে ঘুমের ওষুধ খাইয়ে চুরি](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738752692-4efdd2f969559e8b1c92e99f32ded48e.jpg?w=1920&q=100)
কাজের বুয়া পরিচয়ে বাড়িতে ঢুকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে বাসার লোকজনকে অচেতন করে স্বর্ণালংকার ও টাকাপয়সা হাতিয়ে নিয়ে বিলাসী জীবনযাপন করেন শেফালী বেগম নামে এক নারী। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) অভিযুক্ত শেফালী বেগমকে গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর তথ্যটি জানিয়েছে ধানমন্ডি মডেল থানা পুলিশ। প্রশাসনের দাবি, রাজধানীর ধানমন্ডিতে কাজের বুয়া পরিচয়ে বিভিন্ন বাড়িতে ঢুকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে স্বর্ণালংকার ও টাকা চুরি করে পালিয়ে যান এই নারী। কাজে যোগ দেওয়ার সময় ভুয়া পরিচয়পত্র দেখিয়ে নিজের নাম রোকসানা বলে জানান অভিযুক্ত এই নারী। পরবর্তীকালে বাড়ির মালিকের খাবারে চেতনা নাশক ওষুধ মিশিয়ে অচেতন করে আলমারি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে পালিয়ে যান তিনি। এ ঘটনায় গত ১৯ জানুয়ারি ধানমন্ডি মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী এই পরিবার।...
প্রেমিককে ভিডিও কলে রেখে প্রেমিকার আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
![প্রেমিককে ভিডিও কলে রেখে প্রেমিকার আত্মহত্যা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738752157-b7f4bc2fbb509d4cb726da19e1e55f03.jpg?w=1920&q=100)
প্রেমিককে ভিডিও কলে রেখে তানিয়া আক্তার(২৫) নামে এক নারীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রাজধানীর সবুজবাগ থানার কদমতলা হিরাঝিল রোডের একটি বাসার নিচ তলায়। প্রেমিক ছেলেটির নাম লাইসুর। বাড়ি দিনাজপুর। নিহত তানিয়ার ৭ বছরের একটি মেয়ে রয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তানিয়ার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন আলীবিষয়টি নিশ্চিত করেছেন । তিনি বলেন, আমরা ভোর রাতের দিকে খবর পেয়ে কদমতলা হিরাঝিল এলাকার একটি বাসার নিচ তলায় পুলিশের একটি টিম পাঠাই। সেখান থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। তিনি আরও বলেন, নিহত তানিয়া আক্তারের আদন নামে সাত বছরের একটি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর