গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কলেজছাত্র নিহত হয়েছে। নিহতরা হলো- ওয়ালিদ খান(১৯) ও সিয়াম মোল্লা(১৯)। দুজনই কাশিয়ানীর রামদিয়া সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। তাদের বাড়ি সদর উপজেলার গোপিনাথপুর গ্রামে। জানা গেছে, আজ বুধবার রাত ৮টার দিকে গোপালগঞ্জ শহর থেকে দুই বন্ধু মোটরসাইকেলে করে বাড়িতে যাবার সময় ঢাকা-খুলনা মহাসড়কের গোপিনাথপুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে মারাত্মক আহত হয়। তাদেরকে স্থানীয়রা গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবতাব জিলানী ওয়ালিদ খানকে মৃত ঘোষণা করেন। অপর আহত সিয়াম খান ঢাকায় নেওয়ার পথে মারা যান। news24bd.tv/তৌহিদ
গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের
গোপালগঞ্জ প্রতিনিধি
সিলেটে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবের ম্যুরাল
অনলাইন ডেস্ক
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার রাতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বুলডোজার নিয়ে ম্যুরালটি ভেঙে ফেলেন। এর আগে, রাত সাড়ে ৯টার দিকে বন্দরবাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখান থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান এবং বুলডোজার দিয়ে ম্যুরালটি গুঁড়িয়ে দেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এসময় শিক্ষার্থীদের মুজিববাদের আস্তানা, গুঁড়িয়ে দাও-গুঁড়িয়ে দাও, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ এ ধরণের স্লোগান দিতে দেখা গেছে। এর আগে গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতের কোনো এক সময় ম্যুরালটি ভাঙচুর করা হয়। কে বা কারা এ ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে, তা স্থানীয় প্রশাসন নিশ্চিত করতে পারেনি।...
সাতক্ষীরায় শেখ মুজিবের ভাস্কর্য গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধরা
অনলাইন ডেস্ক
সাতক্ষীরা শহরের খুলনা মোড়ে শহীদ আসিফ চত্বরে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা নানা স্লোগান দিতে দিতে সেখানে জড়ো হন। এরপর তারা আগেই আধা ভাঙা অবস্থায় থাকা ম্যুরালটি ভেঙে গুঁড়িয়ে দেন। এ সময় তারা জ্বালো জ্বালো, আগুন জ্বালো, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, শেখ হাসিনার বিচার চাই, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ফ্যাসিবাদের আস্তানা- ইত্যাদি স্লোগান দিতে থাকেন। পরে সিটি কলেজ সংলগ্ন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ম্যুরাল ও জেলা পরিষদ চত্বরের ম্যুরালও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। উল্লেখ্য, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চ্যুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার ঘোষণার...
হানিফের কুষ্টিয়ার বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো
অনলাইন ডেস্ক
কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের কুষ্টিয়ার বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে হানিফের কুষ্টিয়া পিটিআই সড়কের বাড়িতে বুলডোজার নিয়ে এসে ভাঙচুর চালায় বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পতনের দিনে হানিফের এই বাড়িটিতে ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ করার পর থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বুলডোজার নিয়ে এসে বাড়ির সামনের গেটসহ বাড়িটির দেওয়াল ভাঙচুর করে। বাঁশের বেড়াতে আগুন ধরিয়ে দেয়। তবে বাড়িতে কোনো আসবাবপত্র বা লোকজন ছিল না। এ সময় উপস্থিত ছাত্র-জনতা জানায়, স্বৈরাচার শেখ হাসিনা আজকে ছাত্রলীগের ব্যানারে জাতির সামনে ভাষণ দেবে। যে আমাদের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর