সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ১৬টি ও তার ছেলে রাহার মালেকের ১২টি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. ফজলুল হক পৃথক দুই আবেদনে তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ চেয়ে আবেদন করেন। দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করেন। আবেদনে বলা হয়, আসামিদের নামে ব্যাংক হিসাবগুলোতে বিশাল অঙ্কের আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, বর্ণিত হিসাবগুলোতে রক্ষিত অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন আসামিরা। মামলার তদন্ত শেষ...
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও তার ছেলের ব্যাংক হিসাব জব্দ
নিজস্ব প্রতিবেদক
![সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও তার ছেলের ব্যাংক হিসাব জব্দ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738833450-ddb10aa0fd8019b5d1c65263c0c4c364.jpg?w=1920&q=100)
‘একেবারে গুঁড়িয়ে দেওয়া পর্যন্ত চলবে বুল ডোজার’
অনলাইন ডেস্ক
![‘একেবারে গুঁড়িয়ে দেওয়া পর্যন্ত চলবে বুল ডোজার’](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738827169-23f41d718196d86f6648107ff903018d.jpg?w=1920&q=100)
ভারী যন্ত্র দিয়ে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার কাজ চলছে। এরই মধ্যে তিন তলা ভবনটির সামনের অংশ পুরোটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ কাজে অংশ নেওয়া জনতা বলছে, বাড়িটি একেবারে গুঁড়িয়ে দেওয়া পর্যন্ত বুল ডোজার চলতেই থাকেবে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত চলছিল বাড়িটি ভাঙার কাজ। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এক্সকেভেটর ও ক্রেন দিয়ে বাড়িটি ভাঙা শুরু হয়। বৃহস্পতিবার ভোরের দিকে বাড়ে কাজের গতি। ৩২ নম্বরের সামনে উপস্থিত জনতা বলছেন, দেশে স্বৈরাচারের কোনো চিহ্ন দেখতে চায় না দেশবাসী। এর মাধ্যমে, পরবর্তী শাসকরা শিক্ষা নেবে। তারা জানান, বাড়ি ভাঙাটা শেখ হাসিনার প্রতি দেশবাসীর ক্ষোভের বহিঃপ্রকাশ। উপস্থিত লোকজনকে উল্লাস করতেও দেখা যাচ্ছে সেখানে। শত শত মানুষ সেখানে উপস্থিত হয়ে ঈদ মোবারক, ঈদ...
৩২ এর বাড়ি গুড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা, যা বলছে ডিএমপি
নিজস্ব প্রতিবেদক
![৩২ এর বাড়ি গুড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা, যা বলছে ডিএমপি](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738828576-e0836688ce9e42aad2a16cdf9cdf06d1.jpg?w=1920&q=100)
বিক্ষুব্ধ জনতার হাতে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি ভাঙচুরের বিষয়ে ডিএমপি প্রতিবেদন নিয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর উত্তরার আজমপুরে মহানগরীতে কাউন্টার ও ই-টিকিটিং পদ্ধতিতে বাস চলাচলের উদ্বোধন অনুষ্ঠানে এসব বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, আমরা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেছি। গভীর রাত পর্যন্ত আমি নিজে সেখানকার সবশেষ রিপোর্ট নিয়েছি। আরও পড়ুন ধানমন্ডিতে ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির অবস্থান নিয়ে যা বললেন মেজর হাফিজ ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ সাংবাদিকদের ওপর হামলা হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমি গভীর রাত পর্যন্ত সেখানকার পরিস্থিতি মনিটরিং করেছি। রাত ২টা আড়াইটা পর্যন্ত আমার কাছে এমন কোনো রিপোর্ট আসেনি। অন্যদিকে সকালেও কেউ এমন কোনো অভিযোগ করেনি।...
ছিনতাই ঠেকাতে অস্ত্র পাচ্ছেন ট্রাফিক সার্জেন্টরা
নিজস্ব প্রতিবেদক
![ছিনতাই ঠেকাতে অস্ত্র পাচ্ছেন ট্রাফিক সার্জেন্টরা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738826533-a5699848ff7164fe23727c54cd5c4ea2.jpg?w=1920&q=100)
সড়কে ছিনতাই ঠেকাতে ট্রাফিক সার্জেন্টদের স্মল আর্মস (হালকা বা ছোট অস্ত্র) দেয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। একইসাথে ট্রাফিক পুলিশের কাছে তাৎক্ষণিক অভিযোগের বিষয়েও অনুরোধ জানিয়েছে ডিএমপি। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর উত্তরার আজমপুর কাঁচাবাজার (বিডিআর মার্কেট) ঢাকা মহানগরীতে কাউন্টার ও ই-টিকিটিং পদ্ধতিতে বাস চলাচলের উদ্বোধন অনুষ্ঠানে এসব বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, যাত্রীদের মানোন্নয়নে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাউন্টার সিস্টেম চালু করা হয়েছে। চালক-মালিকসহ যাত্রীদেরও সচেতন হতে হবে। প্রয়োজনে ট্রাফিক পুলিশকে অভিযোগ করার পরামর্শ থাকলো। এসময় শর্ত রেখে চালকদের অ্যাপয়নমেন্ট লেটার দেয়ার জন্য মালিকপক্ষদের প্রতি আহ্বানও জানিয়েছেন ডিএমপি কমিশনার। সাম্প্রতিক সময়ে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত