মাদারীপুরের ডাসারে এক অসহায় বাক প্রতিবন্ধীর মেয়ে সাথে বিয়ের নামে প্রতারণা ও অন্যত্র বিয়ে ভাঙ্গার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন একটি প্রভাবশালী মহল। এ ঘটনায় ডাসার থানায় অভিযোগ করেন ভুক্তভোগী কিশোরী। আজ বৃহস্পতিবার ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ডাসার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আজিম উদ্দিন এর প্রবাসী ছেলে সৈয়দ পার্থিব ও দক্ষিণ ডাসার গ্রামের অসহায় বাক প্রতিবন্ধীর কন্যাকে বিয়ের করার প্রতিশ্রুতি দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং বিভিন্ন সময় তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। একপর্যায় একবছর পূর্বে বিষয়টি এলাকায় জানাজানি হলে তার পরিবার কৌশলে ছেলে সৈয়দ পার্থিবকে বিদেশে পাঠিয়ে দেয়। বিদেশে থাকা অবস্থায়ও প্রেমের সম্পর্ক বজায় রাখেন সৈয়দ পার্থিব। গত ২৬ জানুয়ারি ওই কিশোরীর...
মাদারীপুরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা যুবকের
মাদারীপুর প্রতিনিধি
![মাদারীপুরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা যুবকের](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738838764-9d867edee7e53a98dc90f2ab7862a38e.jpg?w=1920&q=100)
ঝিনাইদহে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর
ঝিনাইদহ প্রতিনিধি
![ঝিনাইদহে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738835838-869fbf290721bc80eeaa9d4bf407fc0c.jpg?w=1920&q=100)
ঝিনাইদহে শেখ মুজিবুর রহমানের দুটি ম্যুরাল ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে বৈষম্যবিরোধীরা। বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমির সামনে এবং চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে স্থাপিত শেখ মুজিবের দুটি ম্যুরাল ভাংচুর করে আগুন ধরিয়ে দেয় তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা তারিক রেজার নেতৃত্বে ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্ররা সমবেত হয়। সেসময় তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা শিল্পকলা একাডেমির সামনে স্থাপিত ম্যুরাল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে স্থাপিত শেখ মুজিবুর রহমানের আরেকটি ম্যুরাল ভাংচুর করে। এতে সাধারন মানুষের মধ্যে উদ্বেগ উৎকন্ঠা দেখা দেয়। news24bd.tv/NS
ওবায়দুল কাদেরের বাড়িতে যা চলছে
অনলাইন ডেস্ক
![ওবায়দুল কাদেরের বাড়িতে যা চলছে](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738833746-adf06198421f868c5c1980fd9adec46f.jpg?w=1920&q=100)
পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার অপরাধের অন্যতম সহযোগী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে ভাঙচুর চালিয়েছেন ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফ্যাসিস্টের এই দোসরের বাড়িতে হামলা, ভাঙচুর চলছিল। সরেজমিনে দেখা যায়, বাড়ির সামনে থাকা একটি পানির ট্যাংক ও পরিত্যক্ত একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এসময় ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জার একটি দোতলা ঘর, টিনশেড ঘর ও টিনের রান্নাঘরে ব্যাপক ভাঙচুর করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম বলেন, আওয়ামী লীগ ও ওবায়দুল কাদের দুঃশাসনের ফলে আজকে তাদের এ পরিণতি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভাঙচুর কার্যক্রম অব্যাহত রয়েছে।...
স্লোগানে স্লোগানে ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুর
![স্লোগানে স্লোগানে ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুর](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738833459-130f60c3b67e9d565117f783f37f545b.jpg?w=1920&q=100)
স্লোগানে স্লোগানে আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সদস্যরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টায় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের মিয়া বাড়িতে হামলা চালান তারা। এসময় তাদের নারায়ে তাকবির, কাউয়া কাউয়া স্লোগান দিতে দেখা যায়। জানা যায়, বৃহস্পতিবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার নিজস্ব ফেসবুক পেজ থেকে এই হামলার ঘোষণা দেওয়া হয়। এতে লিখা হয়, নোয়াখালীর বিপ্লবীরা, বুলডোজার নিয়ে প্রস্তুত থাকুন। মার্চ টু কাউয়া কাদেরের বাড়ি! আজ বেলা ১১টা। আন্দোলনকারী বলেন, সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলা ও উস্কানিমূলক বক্তব্যের জন্য দায়ী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সেই রাগ ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন ছাত্র-জনতা।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত